Breaking news

লিবরা ইনফিউশনের সব পরিচালককে জরিমানা
লিবরা ইনফিউশনের সব পরিচালককে জরিমানা

লিবরা ইনফিউশনের সব পরিচালককে জরিমানা

সিকিউরিটিজ আইন লঙ্ঘন করায় পুঁজিবাজারে তালিকাভূক্ত লিবরা ইনফিউশন লিমিটেডের সব পরিচালককে দুই লাখ টাকা করে জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার বিএসইসির চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ৫৯৯তম কমিশন সভায় এ জরিমানা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিএসইসি জানিয়েছে, লিবরা ইনফিউশন ২০১৫ সালের ৩০ জুন নিরীক্ষিত আর্থিক হিসাব বিবরণী বিএএস-১, ২৪ ও ৩৭ অনুযায়ী যথাযথভাবে প্রস্তুত করা হয়নি। সেইসঙ্গে কমিশনের চাহিদা মোতাবেক তথ্যাদিও সরবরাহ করেনি প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে লিবরা ইনফিউশন সিকিউরটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অডিনেন্স ১৯৬৯ এর ১১(২) ধরা লঙ্ঘন করেছে।

এছাড়া ২০১৫ সালের ৩১ ডিসেম্বর অনিরীক্ষিত অর্ধবার্ষিক হিসাব বিবরণী বিএএস-১ ও ৩৭ এবং বিএফআরএস-৩.২৭, ৩.২৯ ও ৩.৩৩ এবং কিউসি ১২ ও ১৩ অনুযায়ী যথাযথভাবে প্রস্তুত না করে সিকিউরিটিজ আইন ভঙ্গ করেছে।

এসব অনিয়মের কারণে লিবরা ইনফিউশনের ব্যবস্থাপনা পরিচালকসহ প্রত্যেক পরিচালককে দুই লাখ টাকা করে জরিমানা করা সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে বিএসইসি।

লিবরা ইনফিউশনের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটিতে ব্যবস্থাপনা পরিচালকসহ মোট আটজন পরিচালক রয়েছেন।


Published: 2021-06-25 09:39:16   |   View: 1320   |  
Copyright © 2017 , Design & Developed By maa-it.com



up-arrow