Breaking news

নদীবন্দরে ১ নম্বর সতর্কতা বহাল
নদীবন্দরে ১ নম্বর সতর্কতা বহাল

নদীবন্দরে ১ নম্বর সতর্কতা বহাল

আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঢাকায় দুপুরের পর দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আজ সোমবার (১০ মে) সকালে এসব তথ্য দেন বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক। তিনি বলেন, আগামী ১৫ তারিখ পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা কমে যাবে।

এদিকে গত রাতে দেশের বিভিন্ন অঞ্চলে নদীবন্দরগুলোকে দেওয়া সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে। আজ সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। রংপুর, রাজশাহী, বগুড়া, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এসব এলাকায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কি.মি. গতিতে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এদিকে আবহাওয়া অফিস জানায়, দেশে আরও কয়েকদিন বৃষ্টির ধারা থাকবে। এ সময়ের বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি থাকতে পারে।


Published: 2021-06-19 19:55:40   |   View: 1233   |  
Copyright © 2017 , Design & Developed By maa-it.com



up-arrow