Breaking news

‘ ভারত বাংলাদেশকে সবচেয়ে বেশি টিকা দিয়েছে ’
‘ ভারত বাংলাদেশকে সবচেয়ে বেশি টিকা দিয়েছে ’

‘ ভারত বাংলাদেশকে সবচেয়ে বেশি টিকা দিয়েছে ’

আমরা যতগুলো দেশকে করোনাভাইরাসের টিকা দিয়েছি, তার মধ্যে বাংলাদেশ সবচেয়ে বেশি টিকা গ্রহণ করেছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দ্বোরাইস্বামী। তিনি বলেন, সরবরাহের তুলনায় চাহিদা অনেক বেশি। সবাই মিলে টিকার প্রাপ্যতা ও সরবরাহ বাড়াতে কাজ করছে। চুক্তি অনুযায়ী বাংলাদেশে ৭ মিলিয়ন টিকা সরবরাহ করা হয়েছে।আজ বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেমশন চেকপোস্টে তিনি এসব কথা বলেন।

দ্বোরাইস্বামী বলেন, বাংলাদেশে করোনার টিকার কার্যক্রম যেন চলমান থাকে, সেজন্য আমরা কাজ করে যাচ্ছি। করোনার দ্বিতীয় ঢেউটা অনেক বড়। ভারতের অবস্থাও কঠিন হচ্ছে। সবাই মিলে এই পরিস্থিতি থেকে বের হতে পারব।

দুই দেশের সম্পর্ক সব সময় বিশেষ গুরুত্বের উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে যে আমরা যুক্ত, এর গুরুত্ব তুলে ধরার জন্যই করোনার দ্বিতীয় ঢেউয়ের মধ্যেও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবর্ষের অনুষ্ঠানে যোগ দিতে আমাদের প্রধানমন্ত্রী (নরেন্দ্র মোদি) বাংলাদেশে এসেছেন।


Published: 2021-06-27 22:16:57   |   View: 1316   |  
Copyright © 2017 , Design & Developed By maa-it.com



up-arrow