Breaking news

ভক্তদের প্রতি মেসির কৃতজ্ঞতা প্রকাশ
ভক্তদের প্রতি মেসির কৃতজ্ঞতা প্রকাশ

ভক্তদের প্রতি মেসির কৃতজ্ঞতা প্রকাশ

বিশ্বকাপ সহ টানা দুই কোপার ফাইনাল হেরেই জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন বিশ্ব তারকা মেসি। কিন্তু মাত্র ২৯ বছর বয়সেই আন্তর্জাতিক ফুটবল থেকে ঝরে যাবেন তিনি? এটাও কি হতে পারে? না, এমনটা হতে পারে না, চাইছেন না কেউই। তাইতো ফুটবল দুনিয়ায় একই রব, ‘ফিরো এসো মেসি’। 
এমনকি দায়িত্ব নেয়ার পরই মেসিকে ফেরাতে মরিয়া হয়ে ওঠেন আর্জেন্টিনার নতুন কোচ এডগার্দো বাউজা। ছুটে গেছেন মেসির ক্লাব বার্সেলোনায়। পাঁচবারের বর্ষসেরা ফুটবলারের সঙ্গে বাউজা আলোচনা করেছেন ফুটবল নিয়ে। অতঃপর, অবসর ভেঙে জাতীয় দলে ফিরলেন মেসি। তাইতো, ভক্তদের কাছে চির কৃতজ্ঞ লিও।
আর্জেন্টিনার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা মেসি বললেন, ‘সবশেষ ফাইনালের পর আমার মাথায় অনেক কিছুই ঘুরপাক খাচ্ছিল। আমি শুধু অবসরের ব্যাপারেই ভেবেছিলাম। কিন্তু আমি এই দেশ (আর্জেন্টিনা) এবং দেশের জার্সিকে বড় ভালোবাসি।` 
সেইসঙ্গে মেসি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ভক্তদের কাছে, যারা আবারো তাকে জাতীয় দলে তাকে দেখতে চান। মেসির ভাষায়, ‘আমি তাদের কাছে কৃতজ্ঞ, যারা খুব করে চাচ্ছেন যে আমি আর্জেন্টিনার হয়ে আবারো খেলি। আশা করছি, খুব শিগগিরই সুসংবাদ আসছে।’
অবসর ঘোষণার পর হতাশা নিয়ে মেসি বলেছিলেন, ‘আমি কারো ক্ষতির কারণ হতে চাই না। এর ঠিক বিপরীত কিছু করতে চেষ্টা করি। সবাইকে সাহায্য করি, যতদূর আমি পারি। আর্জেন্টিনা ফুটবলে অনেক কিছুই নির্ধারিত করা উচিৎ। আমি দলের ভেতরে থেকেই করতে চাই! বাহির থেকে কোনো কিছু করতে চাই না।’
এদিকে আগামী ১ ও ৬ সেপ্টেম্বর উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। ওই দুটি ম্যাচের জন্যে আর্জেন্টিনা কোচ বাউজার ঘোষিত স্কোয়াডে আছেন মেসি। আর তাই এর মধ্য দিয়েই পুন:রায় জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামতে যাচ্ছেন বার্সেলোনা সুপারস্টার মেসি- এমনটাই আশা করছেন তার লক্ষ-কোটি ভক্তকুল। 

Published: 2021-06-19 17:57:26   |   View: 1335   |  
Copyright © 2017 , Design & Developed By maa-it.com



up-arrow