Breaking news

জলসীমায় নজরদারি বাড়াতে প্রিডেটর কিনছে ভারত
জলসীমায় নজরদারি বাড়াতে প্রিডেটর কিনছে ভারত

জলসীমায় নজরদারি বাড়াতে প্রিডেটর কিনছে ভারত

ভারত মহাসাগরীয় অঞ্চলে নজরদারি কড়া করতে এবার আমেরিকার কাছ থেকে নজরদারি ড্রোন কেনার পথে ভারত। সামুদ্রিক সম্পদ এবং জাতীয় জলসীমার সুরক্ষায় এই ড্রোন ব্যবহার করতে চায় ভারত। ড্রোন কিনতে চেয়ে নয়াদিল্লি থেকে আনুষ্ঠানিক চিঠিও পৌঁছেছে ওয়াশিংটনে। ভারত মহাসাগরে অন্য কোনো দেশের নৌবাহিনীর গোপন গতিবিধিতে রুখতেই এই ব্যবস্থা নিতে চলেছে নয়াদিল্লি। খবর আনন্দবাজার পত্রিকার।

মার্কিন সংস্থা জেনারেল অ্যাটমিকস-এর তৈরি ‘প্রিডেটর’ ড্রোনকে বিশ্বের সেরা ড্রোন মনে করা হয়। ভারতের পূর্ব উপকূল, পশ্চিম উপকূল এবং দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় ভারত মহাসাগরের যে বিশাল বিস্তার, সেখানে নজরদারি চালানোর জন্য সেই প্রিডেটর ড্রোনই জেনারেল অ্যাটমিকসের কাছ থেকে কিনতে চাইছে ভারত। দেশের নৌসেনার বিভিন্ন সামুদ্রিক পরিকাঠামোর নিরাপত্তা এবং আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ, লাক্ষাদ্বীপ ও ভারতীয় জলসীমার মধ্যে থাকা পুরো এলাকার সুরক্ষা নিশ্চিত করার জন্যই নজরদারি বাড়াতে চাইছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। প্রিডেটর গার্ডিয়ান ড্রোন সে কাজে অত্যন্ত দক্ষ। অনেক উঁচুতে উড়ে বিরাট এলাকায় নজর রাখা এই প্রিডেটর গার্ডিয়ানের বিশেষত্ব। বিশেষজ্ঞরা বলছেন, প্রিডেটর গার্ডিয়ান ৫০ হাজার ফুট উঁচুতে উড়তে পারে। টানা ২৪ ঘণ্টা আকাশে থাকার ক্ষমতা রয়েছে এই ড্রোনের। ৫০ হাজার ফুট উচ্চতা থেকে সমুদ্রপৃষ্ঠে যে বিশাল এলাকা দেখা যায়, সেই এলাকায় ফুটবলের মতো ক্ষুদ্র কোনো বস্তুর নড়াচড়াও প্রিডেটর ড্রোনের নজর এড়ায় না। মূলত আন্দামানে চীনের লুকিয়ে ঢুকে পড়া সাবমেরিনের কারণে পাল্টা ব্যবস্থা হিসেবে এ পদক্ষেপ নিতে যাচ্ছে ভারত। এছাড়া পাকিস্তান থেকে জলপথে জঙ্গিদের ভারতে ঢোকার চেষ্টা রুখতেও এই পদক্ষেপ নেয়া হচ্ছে। আর এসব বিষয় মাথায় রেখেই প্রিডেটর গার্ডিয়ান কিনতে চেয়ে আমেরিকাকে লেটার-অব-রিকোয়েস্ট পাঠিয়েছে ভারত। মোদীর সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফরে ভারত মিসাইল টেকনোলজি কন্ট্রোল রেজিমের সদস্য হয়ে যাওয়ায় প্রিডেটর কিনতে আর কোনো বাধাও নেই।

Published: 2021-06-28 06:27:37   |   View: 1386   |  
Copyright © 2017 , Design & Developed By maa-it.com



up-arrow