Breaking news

স্বাস্থ্যবিধি না মানায় ডিএমপির ভ্রাম্যমাণ আদালত কর্তৃক জরিমানা
স্বাস্থ্যবিধি না মানায় ডিএমপির ভ্রাম্যমাণ আদালত কর্তৃক জরিমানা

স্বাস্থ্যবিধি না মানায় ডিএমপির ভ্রাম্যমাণ আদালত কর্তৃক জরিমানা

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে বেশ কিছু শর্তে যানবাহন ও দোকানপাট খোলার অনুমতি দিয়েছে সরকার। সরকারের নির্দেশনাসমূহ বাস্তবায়নে মাঠপ্রশাসনের সাথে কাজ করছে আইন–শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

সরকার নির্দেশিত যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ না করায় মঙ্গলবার (১১ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানী জুড়ে অভিযান পরিচালনা করে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে।

এ সময় তেজগাঁও বিভাগে ৩৪ জন ব্যক্তিকে ৮,২৫০ টাকা এবং রমনা বিভাগে ২৭ জন ব্যক্তিকে ৫,৫০০ টাকা  জরিমানা করা হয়েছে। ওয়ারী বিভাগে ১১ জন ব্যক্তিকে ২,৭০০ টাকা এবং লালবাগ বিভাগে ১৭ জন ব্যক্তিকে  ২,৬০০ টাকা জরিমানা করে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত।

এ ছাড়াও মিরপুর বিভাগে ৭ জন ব্যক্তিকে ২,১০০ টাকা এবং গুলশান বিভাগে ১ জন ব্যক্তিকে ২০০ টাকা ও ২টি দোকানে ১০,০০০ টাকা জরিমানা করে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত। 

সর্বমোট ৯৯টি মামলায় ২টি দোকান ও ৯৭ জন ব্যক্তিকে মোট ৩১ হাজার ৩৫০ টাকা জরিমানা করে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত।

অপ্রয়োজনে রাস্তায় নয়। ঘরে থাকুন, সুস্থ থাকুন। মেনে চলুন সামাজিক দূরত্ব। আর হ্যাঁ, কোনও রকম উপসর্গ দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।


Published: 2021-06-28 10:34:25   |   View: 1407   |  
Copyright © 2017 , Design & Developed By maa-it.com



up-arrow