Breaking news

সরকারি ব্যাংকে খেলাপি ঋণ ৪৪ হাজার ৮০১ কোটি
সরকারি ব্যাংকে খেলাপি ঋণ ৪৪ হাজার ৮০১ কোটি

সরকারি ব্যাংকে খেলাপি ঋণ ৪৪ হাজার ৮০১ কোটি

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বিভিন্ন সরকারি ব্যাংকে ব্যক্তি ও প্রতিষ্ঠান খাতে খেলাপি ঋণের পরিমাণ ৪৪ হাজার ৮০১ কোটি ৯৯ লাখ টাকা। বাংলাদেশ ব্যাংকের সিআইবি ডাটাবেজ রক্ষিত ফেব্রুয়ারি ২০১৭ ভিত্তিক ঋণ তথ্যের ভিত্তিতে এ তথ্য জানা গেছে।বুধবার জাতীয় সংসদে এম এ আউয়ালের (লক্ষ্মীপুর-১) এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন।

অর্থমন্ত্রী জানান, চলতি (২০১৬-১৭) অর্থবছরের প্রথম ছয় মাসে সব সরকারি ব্যাংকের খেলাপি ঋণের বিপরীতে নগদ আদায়ের পরিমাণ ১ হাজার ৭৬৫ কোটি টাকা।

এম এ আউয়ালের অন্য এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, চলতি অর্থবছরের মার্চ পর্যন্ত সাময়িক রাজস্ব আহরণের পরিমাণ ছিল ১ লাখ ২৬ হাজার ৩৫৬ কোটি ৭৩ লাখ টাকা। বিগত ২০১৫-২০১৬ অর্থবছরে একই সময়ে রাজস্ব আহরিত হয়েছে ১ লাখ ৫ হাজার ৪৩৮ কোটি ৪৭ লাখ টাকা।

বিগত অর্থবছরের একই সময়ের তুলনায় ২০ হাজার ৯৮১ কোটি ২৬ লাখ টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে বলেও জানান এ মন্ত্রী।

Published: 2021-06-02 21:17:00   |   View: 1585   |  
Copyright © 2017 , Design & Developed By maa-it.com



up-arrow