Breaking news

মেহেরপুরে বিজিবি মোতায়েন
মেহেরপুরে বিজিবি মোতায়েন

মেহেরপুরে বিজিবি মোতায়েন

মেহেরপুরে পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে তিন প্লাটুন বিজিবি মোতায়েন করেছে জেলা প্রশাসন। রোববার বিকেল থেকে শহরের বিভিন্ন স্থানে টহল দিচ্ছেন বিজিবি সদস্যরা। তারা প্রতিটি ভোট কেন্দ্র ঘুরে দেখছেন।

বিজিবির সঙ্গে দায়িত্ব পালন করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন ও নূর-ই আলম।

জেলা প্রশাসক পরিমল সিংহ জানান, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে বিজিবি মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (২৫এপিল) মেহেরপুর পৌরসভায় ভোট গ্রহণ করা হবে।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মেহেরপুর পৌরসভার ৯টি ওয়ার্ডে ১৫টি ভোট কেন্দ্রে পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে। যার বুথের সংখ্যা ৯১টি। মোট ভোটার সংখ্যা ৩০ হাজার ৯৬৫। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১৫ হাজার ২৩৩ এবং মহিলা ভোটার সংখ্যা ১৫ হাজার ৭৩২ জন।

পৌর মেয়র পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে বর্তমান মেয়র মোতাছিম বিল্লাহ মতু স্বতন্ত্র প্রার্থী হিসেবে নারিকেল গাছ প্রতীক নিয়ে, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মাহফুজুর রহমান রিটন নৌকা প্রতীক নিয়ে, বিএনপি সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর বিশ্বাস ধানের শীষ প্রতীক নিয়ে এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে যুবলীগ নেতা নিশান সাবের মোবাইল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Published: 2021-06-29 09:20:45   |   View: 1397   |  
Copyright © 2017 , Design & Developed By maa-it.com



up-arrow