Breaking news

কৃষক লীগের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
কৃষক লীগের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

কৃষক লীগের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

বাংলাদেশ কৃষক লীগের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। দেশের কৃষির উন্নয়ন এবং কৃষকের স্বার্থ রক্ষার জন্য ১৯৭২ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ কৃষক লীগ প্রতিষ্ঠা করেন।

প্রতিষ্ঠাকালীন সময় থেকে কৃষকদের সংগঠিত করা, তাদের দাবি আদায় এবং দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করে আসছে বাংলাদেশ কৃষক লীগ।

কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক বাণীতে বলেন, ‘কৃষক লীগের নেতাকর্মীরা কৃষি ও কৃষকের উন্নয়নের পাশাপাশি দেশের সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নে আরও বেশি আত্মনিয়োগ করবেন। জাতির পিতার ক্ষুধা, দারিদ্র্য ও নিরক্ষরতামুক্ত স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলবেন।’

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কৃষক লীগের পক্ষ থেকে ‘কৃষকের কন্ঠ’ নামে একটি ম্যাগাজিন বের করা হয়েছে। ম্যাগাজিনটি সম্পাদনা করেছেন কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক সাকোওয়াত হোসেন সুইট।

দিবসটি উপলক্ষে আজ সকালে ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু ভবনের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে কৃষক লীগের নেতৃবৃন্দ।

Published: 2021-06-01 06:16:49   |   View: 1427   |  
Copyright © 2017 , Design & Developed By maa-it.com



up-arrow