Breaking news

আইপিএল খেলতে গেলেন মুস্তাফিজ
আইপিএল খেলতে গেলেন মুস্তাফিজ

আইপিএল খেলতে গেলেন মুস্তাফিজ

আইপিএল অভিষেকেই বল হাতে বাজিমাত করেছিলেন মুস্তাফিজুর রহমান। ১৬ ম্যাচে ১৭ উইকেট নিয়ে গত বছর সানরাইজার্স হায়দরাবাদের শিরোপা জয়ে বড় অবদান রেখেছিলেন বাংলাদেশের এ তরুণ পেসার। একই দলের হয়ে দ্বিতীয়বার আইপিএল খেলতে ভারতে গেলেন মুস্তাফিজ।

গতকাল বিকালে ভারতের উদ্দেশে দেশ ছাড়েন তিনি। কলকাতা হয়ে গতকাল রাতেই মুম্বাইয়ে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা মুস্তাফিজের। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলবে হায়দরাবাদ। যে ম্যাচে বাংলাদেশের এ বাঁহাতি পেসারের খেলার সম্ভাবনা প্রবল।

বিমানবন্দরে যাওয়ার আগে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের বিসিবি একাডেমি ভবনে গতকাল মুস্তাফিজ সাংবাদিকদের বলেছেন, গত আসরের চেয়ে এবার ভালো কিছু করতে চান। তিনি বলেন, ‘গতবার যেমন করেছিলাম, তার চেয়েও ভালো করতে চাই। সবার কাছে দোয়া চাই, যেন ভালো করতে পারি।’

আগের আসরে অচেনা পরিবেশে ধীরে ধীরে মানিয়ে নিয়েছিলেন মুস্তাফিজ। এবার অবশ্য হায়দরাবাদের ড্রেসিংরুম, সতীর্থ খেলোয়াড়, কোচ, ম্যানেজমেন্ট সবই চেনা তার। তাই এবার আরো আত্মবিশ্বাসী তিনি। জানালেন, ‘প্রথমবার সবই ছিল অচেনা। এবার তো প্লেয়ার, ড্রেসিংরুম, মাঠ, সবই চেনা। এবার আরো সহজ হবে আইপিএল খেলা। দলে জায়গা পেলে সেরা পারফরম্যান্স করতে চাই।’

আইপিএলের কারণে মে মাসের শুরুতে ইংল্যান্ডে বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্পে থাকবেন না মুস্তাফিজ। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের আগে ডাবলিনে দলের সঙ্গে যোগ দেবেন তিনি। ‘কাটার মাস্টার’ খ্যাত এ পেসার বলেন, ‘বোর্ডের সঙ্গে আমার কথা হয়েছে। আমি ভারত থেকে সরাসরি আয়ারল্যান্ডে যাব।’

Published: 2021-06-24 19:59:33   |   View: 1411   |  
Copyright © 2017 , Design & Developed By maa-it.com



up-arrow