Breaking news

প্রশ্নপত্র ফাঁসের সুযোগ কেউ পাবে না : শিক্ষামন্ত্রী
প্রশ্নপত্র ফাঁসের সুযোগ কেউ পাবে না : শিক্ষামন্ত্রী

প্রশ্নপত্র ফাঁসের সুযোগ কেউ পাবে না : শিক্ষামন্ত্রী

‘নতুন করে আর কেউ প্রশ্নপত্র ফাঁস করার সুযোগ পাবে না’ বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। বিষয়টিকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলেও জানান তিনি।

বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এসএইচসি) পরীক্ষার নিরাপত্তা সংক্রান্ত এক সভায় মন্ত্রী এসব কথা বলেন।

সভায় মন্ত্রী আরও বলেন, ‘এ বিষয়ে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না। সবাইকে নজরদারিতে রাখা হচ্ছে। আইন-শৃঙ্খলা বাহিনী এ বিষয়ে গুরুত্ব দিয়ে মনিটরিং করছে।’

তিনি সভায় জানান, ইতোমধ্যে নয়জনকে গ্রেফতার করা হয়েছে। আরও অনেকে নজরদারিতে রয়েছেন। প্রমাণ পেলে তাদেরও আইনের আওতায় আনা হবে।

আজকের সভায় উপস্থিত ছিলেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা সচিব সোহরাব হোসেন, কারিগরি ও মাদ্রাসা সচিব মো. আলমগীর হোসেন ও বিভিন্ন বাহিনীর কর্মকর্তারা।

সারাদেশে আগামী ২ এপ্রিল রোববার থেকে শুরু হচ্ছে ২০১৭ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। গত কয়েক বছর ধরে ১ এপ্রিল এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হলেও এবার দিনটি শনিবার হওয়ায় একদিন পরে দেশের আটটি সাধারণ বোর্ড, কারিগরি ও মাদ্রাসা বোর্ডে একযোগে এ পরীক্ষা শুরু হবে।

সূচি অনুযায়ী আটটি সাধারণ শিক্ষাবোর্ডের আওতায় ২ এপ্রিল থেকে শুরু হয়ে এ পরীক্ষা চলবে ১৫ মে পর্যন্ত। এইচএসসির তত্ত্বীয় পরীক্ষা শেষে পরদিন ১৬ থেকে ২৫ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে ব্যবহারিক পরীক্ষা।

গত বছর উচ্চ মাধ্যমিকের তত্ত্বীয় পরীক্ষা ৩ এপ্রিল শুরু হয়ে শেষ হয় ৯ জুন। পরীক্ষা নেওয়া হয় ৬৮ দিনে। এবার ২৪ দিন সময় কমিয়ে এনে ৪৪ দিনের পরীক্ষাসূচি ঘোষণা করা হয়েছে।

Published: 2021-06-03 12:40:27   |   View: 1403   |  
Copyright © 2017 , Design & Developed By maa-it.com



up-arrow