Breaking news

‘অপ্রয়োজনীয় প্রতিরক্ষা চুক্তি করতে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী’
‘অপ্রয়োজনীয় প্রতিরক্ষা চুক্তি করতে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী’

‘অপ্রয়োজনীয় প্রতিরক্ষা চুক্তি করতে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী’

বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘তিস্তা চুক্তি বাংলাদেশের মানুষের জন্য খুব গুরুত্বপূর্ণ। কিন্তু সরকার এ বিষরেয় কোনো গুরুত্ব দিচ্ছে না। প্রতিরক্ষা চুক্তি অপ্রয়োজনীয়, এ চুক্তি করতে প্রধানমন্ত্রী ভারত যাচ্ছেন।’

সোমবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ‘বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও জিয়াউর রহমান’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে জিয়াউর রহমান ফাউন্ডেশন।

সভার প্রধান অতিথি আমীর খসরু বলেন, ‘সরকারের অনেক মন্ত্রীরা বলছেন- তিস্তা চুক্তি দ্রুত হবে বা এক বছরের মধ্যে হবে! সেই চুক্তি নিয়ে কোনো গুরুত্ব নেই কিন্তু যে চুক্তির কোনো প্রয়োজন নেই; সেই প্রতিরক্ষা চুক্তি করার জন্য প্রধানমন্ত্রী ভারতে যাচ্ছে কেন?’

সিলেটের শিববাড়ীতে জঙ্গিবাদের ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে চট্টগ্রাম বিএনপির সাবেক এই সভাপতি বলেন, ‘আজকে বাংলাদেশে যে রাজনৈতিক, গণতান্ত্রিক, মানবতার ঘাটতি তৈরি হয়েছে সেটি পূরণ করছে জঙ্গিরা।  দেশে জঙ্গিবাদ প্রতিষ্ঠিত হলে কোনো রাজনীতি, আইন ও সাংবাদিকতা টিকে থাকতে পারবে না।’

‘জনগণের ওপর যাদের আস্থা নেই তাদের টিকে থাকতে হয় জঙ্গিবাদের, আঞ্চলিক চুক্তির কথা বলে,’ যোগ করেন এই বিএনপি নেতা।

আয়োজক সংগঠনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, নির্বাহী কমিটির সদস্য কাদের গণি চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।

Published: 2021-06-24 21:02:56   |   View: 1365   |  
Copyright © 2017 , Design & Developed By maa-it.com



up-arrow