Breaking news

জাবির ভর্তি পরীক্ষায় ইউনিটের সংখ্যা কমানো হলো
জাবির ভর্তি পরীক্ষায় ইউনিটের সংখ্যা কমানো হলো

জাবির ভর্তি পরীক্ষায় ইউনিটের সংখ্যা কমানো হলো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ সেশনে ভর্তি পরীক্ষা ১০টি ইউনিটের পরিবর্তে ৫ ইউনিটে হবে।

গতকাল বুধবার কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ও ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সদস্য সচিব আবু হাসান। আজ বৃহস্পতিবার এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

তিনি বলেন, এবছর গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) মিলে 'এ' ইউনিট; সমাজবিজ্ঞান অনুষদ ও আইন অনুষদ মিলে 'বি' ইউনিট; কলা ও মানবিকী অনুষদ, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, চারুকলা বিভাগ এবং বঙ্গবন্ধু ও তুলনামূলক সাহিত্য সংস্কৃতি ইনস্টিটিউট মিলে 'সি' ইউনিট; জীববিজ্ঞান অনুষদভুক্ত 'ডি' ইউনিট এবং ব্যবসায় শিক্ষা অনুষদ ও ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) মিলে 'ই' ইউনিটের অধীনে মোট ৫টি অনুষদে অনুষ্ঠিত হবে এবারের ভর্তি পরীক্ষা।

তবে ভর্তি ফরমের দাম এখনো নির্ধারণ হয়নি বলে জানিয়েছেন তিনি। অতিদ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম সংবাদমাধ্যমকে বলেন, দীর্ঘ সময় ধরে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার ফলে শিক্ষার্থী, অভিভাবক ও বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সবাই ভোগান্তিতে পড়েন। তাই ভোগান্তির কথা চিন্তা করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবারের ভর্তি পরীক্ষার রেজিস্ট্রেশনের তারিখ ১৮ মে থেকে ১৬ জুন এবং ভর্তি পরীক্ষার তারিখ ৩১ জুলাই থেকে ১১ আগস্ট চূড়ান্ত করেছে বিশ্ববিদ্যালয় ভর্তি পরিচালনা কমিটি।


Published: 2022-04-21 11:04 am   |   View: 1359   |  
Copyright © 2017 , Design & Developed By maa-it.com



up-arrow