Breaking news

হাজারীবাগের সব ট্যানারি বন্ধের নির্দেশ আপিলেও বহাল
হাজারীবাগের সব ট্যানারি বন্ধের নির্দেশ আপিলেও বহাল

হাজারীবাগের সব ট্যানারি বন্ধের নির্দেশ আপিলেও বহাল

ঢাকার হাজারীবাগের সব ট্যানারি কারখানা অবিলম্বে বন্ধ করে গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করতে হাই কোর্টের আদেশ আপিল বিভাগেও বহাল রয়েছে। ট্যানারি মালিকরা হাই কোর্টের ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে যে আবেদন করেছিলেন, প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চ রোববার তা খারিজ করে দিয়েছেন। মালিকদের পক্ষে আদালতে শুনানি করেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। আদালতে আবেদন দায়ের করেন বাংলাদেশ ফিনিশড লেদারের চেয়ারম্যান।
এর আগে, গত ৬ মার্চ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) এক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. সেলিমের হাইকোর্ট বেঞ্চ হাজারীবাগে থাকা ট্যানারি বন্ধের আদেশ দেন। আরও তিন মাস সময় বাড়ানো হয়েছে, এমন খবর যুক্ত করে জানুয়ারিতে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) একটি আবেদন করে। এতে সাভারে স্থানান্তর না হওয়া পর্যন্ত হাজারীবাগে থাকা ট্যানারি কারখানাগুলোর বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগবিচ্ছিন্ন করার জন্য নির্দেশনা চাওয়া হয়। পরে আদালত এ বিষয়ে জানতে শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদমর্যাদার নিচে নন, এমন একজন কর্মকর্তাকে তলব করেন। পরে কর্মকর্তা এসে এ বিষয়ে সরকারের অবস্থান ব্যাখ্যা করেন। এরপর আদালত ট্যানারি বন্ধের আদেশ দেন।

Published: 2021-06-26 14:25:03   |   View: 1393   |  
Copyright © 2017 , Design & Developed By maa-it.com



up-arrow