Breaking news

সড়ক দুর্ঘটনায় মারা গেছে মহানবী (স.)-এর ব্যাঙ্গচিত্র আঁকা সেই শিল্পী
সড়ক দুর্ঘটনায় মারা গেছে মহানবী (স.)-এর ব্যাঙ্গচিত্র আঁকা সেই শিল্পী

সড়ক দুর্ঘটনায় মারা গেছে মহানবী (স.)-এর ব্যাঙ্গচিত্র আঁকা সেই শিল্পী

সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন সুইডিশ কার্টুনিস্ট লার্স ভিকস । মহানবী হযরত মুহাম্মদ (স.)কে নিয়ে ব্যাঙ্গচিত্র এঁকেছিল এই শিল্পী। 

 সিভিলিয়ান পুলিশের একটি গাড়িতে সফর করার সময় সুইডেনের দক্ষিণাঞ্চলীয় মার্কারিড শহরের কাছে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় দু’জন পুলিশ অফিসারও নিহত হয়েছেন, আহত হয়েছেন ট্রাকচালক। খবর বিবিসি'র।

রোববার ওই দুর্ঘটনায় নিহতদের পরিচয় এখন পর্যন্ত প্রকাশ করেনি পুলিশ। তবে ডাগেন্স নাইহেটার খবরের কাগজ জানিয়েছে, লার্স ভিকসের পার্টনার তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। 

পুলিশের পক্ষ থেকে দেয়া একটি বিবৃতিতে বলা হয়েছে, কিভাবে দুর্ঘটনা ঘটেছে তা পরিষ্কার নয়। তবে প্রাথমিকভাবে মনে হচ্ছে, এতে কেউ ইচ্ছাকৃত জড়িত নয়।

উল্লখ্যে, ২০০৭ সালে সে মহানবী (স.)-এর যে ব্যাঙ্গবিত্র এঁকেছিল, তা এক বছর পর ডেনমার্কের একটি খবরের কাগজ প্রকাশ করে। মহানবী (স.)-এর ব্যাঙ্গচিত্র আঁকার পর সারা বিশ্ব থেকে তীব্র প্রতিবাদ জানান মুসলিম উম্মাহ। 

তখন থেকেই পুলিশি নিরাপত্তায় চলাচল করতো ৭৫ বছর বয়সী লার্স ভিকস।


Published: 2021-10-04 08:23 am   |   View: 1285   |  
Copyright © 2017 , Design & Developed By maa-it.com



up-arrow