Breaking news

কুমিল্লায় খালেদা জিয়াসহ ৭৮ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জশিট
কুমিল্লায় খালেদা জিয়াসহ ৭৮ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জশিট

কুমিল্লায় খালেদা জিয়াসহ ৭৮ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জশিট

কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী নৈশ কোচে পেট্রল বোমা হামলায় আট যাত্রী নিহতের ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দায়েরকৃত পৃথক তিনটি মামলার চার্জশিট দাখিল করা হয়েছে। 

সোমবার দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা চৌদ্দগ্রাম থানা পুলিশের এসআই ইব্রাহীম কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে এ চার্জশিট দাখিল করেন।

চার্জশিটে জামায়াতের কেন্দ্রীয় নেতা ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহেরকে প্রধান আসামি এবং বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে হুকুমের আসামি করে বিএনপি-জামায়াতের ৭৮ নেতাকর্মীকে অভিযুক্ত করা হয়েছে।

বিগত ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা দেশব্যাপী লাগাতার হরতাল-অবরোধ চলাকালে কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী নৈশ কোচে পেট্রল বোমা হামলা চালিয়ে ঘুমন্ত আট যাত্রীকে পুড়িয়ে হত্যার ঘটনার পুলিশের এসআই নুরুজ্জামান বাদী হয়ে দুটি এবং একই বছরের ২৫ জানুয়ারি চৌদ্দগ্রামের হায়দারপুল এলাকায় কাভার্ডভ্যানে পেট্টল বোমা হামলার ঘটনায় পৃথক আরও একটি মামলা দায়ের করেছিলেন। 

চৌদ্দগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরহাদ আদালতে চার্জশিট দাখিলের বিষয়টি নিশ্চিত করেছেন। 

Published: 2021-06-18 06:38:08   |   View: 1413   |  
Copyright © 2017 , Design & Developed By maa-it.com



up-arrow