Breaking news

ভারতে গেলো জরুরি সহায়তার প্রথম চালান
ভারতে গেলো জরুরি সহায়তার প্রথম চালান

ভারতে গেলো জরুরি সহায়তার প্রথম চালান

করোনা প্রতিরোধে বেনাপোল বন্দর দিয়ে ভারতে গেলো বাংলাদেশের জরুরি সহায়তার প্রথম চালান। গতকাল বৃহস্পতিবার (৬ মে) বিকেলে জরুরি সহায়তার ওষুধ ও চিকিৎসা সামগ্রীর অংশ হিসেবে ৩৩৪ কার্টুনে ১০ হাজার পিস রেমডেসিভির ইনজেকশন পাঠানো হয়।এ তথ্য নিশ্চিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস।

এ সময় রেড ক্রিসেন্ট সোসাইটি ও কলকাতার বাংলাদেশি হাই কমিশনার তৌফিক হাসান ভারতের পেট্রাপোল বন্দরে এ ওষুধ গ্রহণ করে ভারত সরকারের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করেন। বাংলাদেশের পক্ষে কাস্টমস এর ডেপুটি কমিশনার মোস্তাফিজুর রহমান ও বিজিবির পক্ষে ৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল সেলিম রেজা উপস্থিত ছিলেন।সম্প্রতি ভারতে করোনা পরিস্থিতির অবনতি হয়েছে। গত ৩০ এপ্রিল বাংলাদেশ সরকার দেশটিকে জরুরি সহায়তার ঘোষণা দেয় সেই প্রেক্ষিতেই জরুরি সহায়তার প্রথম চালান পাঠানো হয়।


Published: 2021-06-24 21:43:55   |   View: 1246   |  
Copyright © 2017 , Design & Developed By maa-it.com



up-arrow