Breaking news

যুক্তরাষ্ট্র থেকে ভ্যাকসিন আনতে সুনির্দিষ্ট কোন অগ্রগতি নেই: পররাষ্ট্রমন্ত্রী
যুক্তরাষ্ট্র থেকে ভ্যাকসিন আনতে সুনির্দিষ্ট কোন অগ্রগতি নেই: পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্র থেকে ভ্যাকসিন আনতে সুনির্দিষ্ট কোন অগ্রগতি নেই: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানিয়েছেন যুক্তরাষ্ট্র থেকে ভ্যাকসিন আনতে সুনির্দিষ্ট কোন অগ্রগতি নেই। তবে ঢাকার মার্কিন দূতাবাস সর্বোচ্চ আন্তরিকতার সাথে চেষ্টা করছে।

বৃহস্পতিবার (৬ মে) মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

এসময় তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রে ৬০ মিলিয়ন ডোজ টিকা অতিরিক্ত রয়েছে। আমরা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে ১০ থেকে ২০ মিলিয়ন টিকা চেয়েছি। প্রাথমিকভাবে ৪ মিলিয়ন টিকা পেতে যুক্তরাষ্ট্রকে চিঠি লিখেছে বাংলাদেশ, সরবরাহের সর্বোচ্চ চেষ্টা করছে ঢাকার মার্কিন দূতাবাস।

এছাড়া ভারতের কাছে জরুরিভাবে ৩ মিলিয়ন টিকা চেয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ, ভারত লিখিতভাব কিছু না জানালেও মৌখিখভাবে সরবরাহের সর্বোচ্চ চেষ্টার কথা জানিয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

আব্দুল মোমেন আরও জানান, দেশেই রাশিয়ার টিকা উৎপাদনে ক্রয় চুক্তির বিষয়টি চূড়ান্ত পর্যায়ে আছে, পুরো বিষয়টি নিয়ে কাজ করছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

চীন প্রাথমিকভাবে ৫ লাখ টিকা উপহার হিসেবে দিতে চেয়েছে, এরমধ্যে ১৫ শতাংশ বাংলাদেশে অবস্থানরত চীনা নাগরিকদের জন্য। তবে পুরো টিকা আনার ফ্লাইট খরচ বাংলাদেশকে দিতে হবে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।


Published: 2021-06-26 09:54:08   |   View: 1301   |  
Copyright © 2017 , Design & Developed By maa-it.com



up-arrow