Breaking news

ধোনিকে টপকে গেলেন রোহিত
ধোনিকে টপকে গেলেন রোহিত

ধোনিকে টপকে গেলেন রোহিত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ১৩ রানে জয় পেয়েছে মুম্বাই ইন্ডিয়ানস। এই ম্যাচে মহেন্দ্র সিং ধোনিকে পেছনে ফেললেন রহিত শর্মা। আইপিএলে ভারতীয় হিসেবে সবচেয়ে বেশি ছক্কার মালিক এখন মু্ম্বাই অধিনায়ক।

শনিবার ম্যাচে এই ম্যাচে দুটি ছক্কা হাঁকিয়েছেন রোহিত। টি-টোয়েন্টি এই টুর্নামেন্টে মোট ২১৭টি ছক্কার মালিক হলেন ডান-হাতি এই ব্যাটার। টপকে গেলেন ২১৬টি ছক্কা মারা ধোনির রেকর্ড।

আইপিএলে সবচেয়ে বেশি ছক্কা এসেছে ক্রিস গেইলের ব্যাট থেকে। ৩৫১টি ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন ইউনিভার্স বস। দ্বিতীয় স্থানে থাকা এবি ডিভিলিয়ার্সের ২৩৭টি ছক্কা রয়েছে। এত দিন তৃতীয় স্থানে ধোনি থাকলেও তাকে পেছনে ফেলেছেন রোহিত।

এদিন প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৫০ রান সংগ্রহ করে মুম্বাই। ৩৯ বলে ৪০ রান করেন কুইন্টন ডি কক। অন্যদিকে ২৫ বল খেলে ৩২ রানের ইনিংস খেলেন রোহিত।

সানরাইজার্সদের হয়ে দুটি করে উইকেট নেন মুজিব উর রহমান ও রশিদ খান।

জবাবে ১৯.৪ বল পর্যন্ত সব উইকেট হারিয়ে ১৩৭ রান তুলতে সক্ষম হয় হায়দরাবাদ।

জনি বেয়ারেস্টোর ২২ বলে ৪৩ ও ডেভিড ওয়ার্নারের ৩৪ বলে ৩৬ রানের ইনিংসও জয় তুলতে পারেনি তারা।

মুম্বাইয়ের হয়ে তিনটি করে উইকেট আদায় করেন ট্রেন্ট বোল্ট ও রাহুল চাহার।


Published: 2021-06-18 19:50:38   |   View: 1266   |  
Copyright © 2017 , Design & Developed By maa-it.com



up-arrow