Breaking news

বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা
বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা

বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা

বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার দেশের কিছু এলাকায় তাপমাত্রা কিছুটা কমতে পারে। 

 

বৃহস্পতিবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, কিশোরগঞ্জ ও কুমিল্লা জেলাসহ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়াও দেশের অন্যত্র আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, দেশের বিভিন্ন জেলার উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপ প্রবাহ কিছু এলাকায় প্রশমিত হতে পারে। রাঙামাটি, নোয়াখালী, ফেনী, শ্রীমঙ্গল, রাজশাহী ও পাবনা অঞ্চলসহ ঢাকা ও খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং এটি কিছু এলাকায় প্রশমিত হতে পারে বলে সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এমনটাই বলা হয়েছে।

এছাড়া পরবর্তী তিন দিনে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেতে পারে।


Published: 2021-06-24 06:54:14   |   View: 1265   |  
Copyright © 2017 , Design & Developed By maa-it.com



up-arrow