Breaking news

নরসিংদীতে ৬ এইচএসসি পরীক্ষার্থীর জামিন
নরসিংদীতে ৬ এইচএসসি পরীক্ষার্থীর জামিন

নরসিংদীতে ৬ এইচএসসি পরীক্ষার্থীর জামিন

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নরসিংদী জেলা কারাগার, জেলা পরিষদ, পাঁচদোনা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সসহ সরকারি-বেসরকারি ৯টি প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। এসব ঘটনায় নরসিংদী সদর থানা ও মাধবদী থানায় দায়ের হওয়া নাশকতার মামলায় গ্রেপ্তার ৬ এইচএসসি পরীক্ষার্থীকে জামিন দিয়েছেন আদালত।

শুক্রবার (২ আগস্ট) নরসিংদীর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাহিদ নিয়াজীর আদালতে শুনানি শেষে শিক্ষার্থীদের জামিন মঞ্জুর করা হয়।

জামিনপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- মিনহাজুল ইসলাম আব্দুল্লাহ, লিমন মিয়া, মির্জা সাদিকুর রহমান, সামিউল্লাহ সাকিব, রাতুল ভুইয়া ও আশরাফুল ইসলাম।

এ তথ্য নিশ্চিত করেছেন নরসিংদী জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট কাজী নাজমুল ইসলাম। 

তিনি জানান, সরকার চায় না শিক্ষার্থীদের শিক্ষা জীবন অকালেই ঝরে পড়ুক। তাইতো সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল এইচএসসি ও সমমানের পরীক্ষার্থী যদি কেউ গ্রেপ্তার হয়ে থাকে ওই সব পরীক্ষার্থীদের জামিনে মুক্তির বিষয়ে সরকার আইনি সহায়তা প্রদান করবে।সুত্র:ঢাকা পোস্টকে।

 

 

 

 

বিবিএন ডেস্ক/এমআরকে 


Published: 2024-08-03 08:23 am   |   View: 1187   |  
Copyright © 2017 , Design & Developed By maa-it.com



up-arrow