Breaking news

কোটা আন্দোলনে গ্রেপ্তার ৪২ এইচএসসি পরীক্ষার্থীর জামিন
কোটা আন্দোলনে গ্রেপ্তার ৪২ এইচএসসি পরীক্ষার্থীর জামিন

কোটা আন্দোলনে গ্রেপ্তার ৪২ এইচএসসি পরীক্ষার্থীর জামিন

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার মামলায় গ্রেপ্তারকৃত ৪২ এইচএসসি পরীক্ষার্থীর জামিন মঞ্জুর করেছেন আদালত। পরীক্ষার্থীরা ঢাকা মহানগরের বিভিন্ন থানায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন।

শুক্রবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রশিদুল আলমের আদালতে তাদের আইনজীবী জামিন আবেদন করেন। শুনানি শেষে পরীক্ষার্থী বিবেচনায় তাদের জামিন মঞ্জুর করেন আদালত।

এর আগে বৃহস্পতিবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আটক হওয়াদের মধ্যে কোনো পরীক্ষার্থী থাকলে তাদের জামিনে মুক্তিতে আইনি সহায়তায় কথা জানায়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সহিংস ঘটনায় আটককৃতের মধ্যে যদি কেউ চলমান এইচএসসি পরীক্ষার্থী থাকে, তারা পরীক্ষার প্রবেশপত্র ও প্রাসঙ্গিক কাগজপত্রাদিসহ জামিন আবেদন করলে তাদের জামিনে মুক্তিতে সরকার আইনি সহায়তা প্রদান করবে। আটককৃত যেসব ছাত্রদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ নেই তাদের জামিনের ক্ষেত্রেও সরকার আইনি সহায়তা প্রদান করবে।সুত্র : ঢাকাটাইমস

 

 

 

বিবিএন ডেস্ক/এমআরকে


Published: 2024-08-02 12:32 pm   |   View: 1322   |  
Copyright © 2017 , Design & Developed By maa-it.com



up-arrow