কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় ঢাকা জেলার বিভিন্ন থানার মামলায় গ্রেপ্তার পাঁচজন এইচএসসি পরীক্ষার্থীকে জামিন দিয়েছেন আদালত।
শুক্রবার (২ আগস্ট) বিকেলে ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালত শুনানি শেষে জামিনের আদেশ দেন।
শিক্ষার্থীদের আইনজীবী মো. মাহবুব আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
জামিন প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন- সামির হোসেন, রাশেদুল হাসান তুহা, সোয়াদ উর রহমান, রুহুল আমিন ও রনি শেখ। সুত্র ঢকা পোষ্ট।
বিবিএন ডেস্ক/এমআরকে