মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে আবারও পরশুরাম উপজেলার লোকালয় প্লাবিত হয়েছে।
আজ শুক্রবার এই ভাঙনে প্লাবিত হয়েছে চিথলিয়া ইউনিয়নের কয়েকটি গ্রাম। গতকাল থেকে একনাগাড়ে বৃষ্টিপাত ও ভারত থেকে আসা উজানের পানিতে মুহুরী নদীর পানি বেড়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। আজ দুপুর ২টার দিকে পরশুরাম পয়েন্টে নদীর পানি ১৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল বলে জানিয়েছে ফেনী পানি উন্নয়ন বোর্ড।
পরশুরামের চিথলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন জানান, আজ বেলা ১১টার দিকে দক্ষিণ শালধর জহির চেয়ারম্যানের বাড়ি সংলগ্ন মুহুরী নদীর বাঁধে ভাঙন শুরু হয়। এতে মালিপাথর, নিলক্ষী এবং পাগলিরকুল এলাকা প্লাবিত হবার আশংকা রয়েছে। গত মাসেও বাঁধের একই স্থানে ভাঙন দেখা দিয়েছিল।
ফুলগাজী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সেলিম জানান, মুহুরী নদীর পানি বেড়ে গেছে। লোকালয়ে পানি ঢুকে কাঁচাবাজারসহ আশপাশের সড়ক তলিয়ে গেছে।
ফেনী পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আবুল কাশেম জানান, এখন পর্যন্ত বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পরশুরামের একটি অংশে ভাঙন দেখা দিয়েছে। তবে বৃষ্টিপাত কমে গেলে নতুন করে আর ভাঙনের শঙ্কা নেই।
এর আগে গত ১ জুলাই বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কয়েকটি অংশের ভাঙনে পরশুরাম ও ফুলগাজীর বেশকিছু এলাকা প্লাবিত হয়েছিল।