Breaking news

এইচএসসির স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ
এইচএসসির স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ

এইচএসসির স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ

স্থগিত হওয়া এইচএসসি ও সমমান পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (১ আগস্ট) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আবুল বাশারের সই করা রুটিন প্রকাশ করা হয়।

এর আগে সকালে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির অধ্যাপক তপন কুমার সরকারের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত আগামী ৪ আগস্ট থেকে অনুষ্ঠিতব্য সব বোর্ডের পরীক্ষাসমূহ স্থগিত করা হলো। ১১ আগস্ট থেকে সব শিক্ষা বোর্ডের স্থগিত পরীক্ষা নতুন সময়সূচি অনুযায়ী শুরু হবে। স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

প্রসঙ্গত, চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয় ৩০ জুন থেকে। লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল ১১ আগস্ট। আর ব্যবহারিক পরীক্ষা ১২ আগস্ট থেকে ২১ আগস্টের মধ্যে শেষ করার কথা ছিল।

সূত্র : আরটিভি নিউজ

 

 

 

 

বিবিএন ডেস্ক/এমআরকে


Published: 2024-08-01 03:55 pm   |   View: 1181   |  
Copyright © 2017 , Design & Developed By maa-it.com



up-arrow