Breaking news

২৭ বছর পর মূল আসামিসহ ১৮ জনকে খালাস, টগর হত্যা মামলায়
 ২৭ বছর পর মূল আসামিসহ ১৮ জনকে খালাস, টগর হত্যা মামলায়

২৭ বছর পর মূল আসামিসহ ১৮ জনকে খালাস, টগর হত্যা মামলায়

১৯৯৪ সালের নওগাঁর বদলগাছিতে টগর হত্যাকাণ্ডের ঘটনার প্রায় ২৭ বছর পর মামলার মূল আসামিসহ ১৮ জনকে খালাস দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

বুধবার (৯ জুন) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের ভার্চুয়াল বেঞ্চ এই রায় দেন। এই রায়ের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।

হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামিদের কেন খালাস দেয়া হয়েছে তার তথ্য রায় প্রকাশের পর জানা যাবে বলে জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল।

এর আগে টগর হত্যা মামলায় ২০০৫ সালের ১০ জুলাই নওগাঁর আদালত মূল আসামি ডা. নুরুল ইসলামকে মৃত্যুদণ্ড দেন। একই সঙ্গে বাকি ১৮ জনকে যাবজ্জীবন দেয়া হয়।

এরপর ২০২০ সালের ২৮ নভেম্বর হাইকোর্ট নুরুলের মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন দেন। বাকি ১৮ জনের সাজাও বহাল থাকে। এর মধ্যে মূল আসামি নুরুল ইসলাম মারা যান। 

সেই মামলারই সব আসামিকে ২৭ বছর পর খালাস দিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।


Published: 2021-06-29 00:39:42   |   View: 1253   |  
Copyright © 2017 , Design & Developed By maa-it.com



up-arrow