Breaking news

পাপুলের এমপি পদ ফিরে পাওয়ার সুযোগ নেই : হাইকোর্ট
পাপুলের এমপি পদ ফিরে পাওয়ার সুযোগ নেই : হাইকোর্ট

পাপুলের এমপি পদ ফিরে পাওয়ার সুযোগ নেই : হাইকোর্ট

মানবপাচার ও অর্থপাচারের অভিযোগে কুয়েতে সাজাপ্রাপ্ত লক্ষীপুর ২ আসনে মোহাম্মদ শহিদ ইসলাম পাপুলের সংসদ সদস্য পদ শূন্য ঘোষনা করে জারি করা গেজেট ও উপ নির্বাচনের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করা দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (৮ জুন) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কামরুল হোসেন মোল্লার ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। 

২০১৮ সালে ত্রিশ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর ২ আসনে পাপুল সংসদ সদস্য নির্বাচিত হন। কুয়েতে ২০২০ সালে তার বিরুদ্ধে মানবপাচার অর্থপাচারের মামলায় আটক করা হয়। পরে তিনি গ্রেফতার হলে গেল ২৮ জানুয়ারি তাকে চার বছরের কারাদন্ড দেওয়া হয়। 

চলতি বছর ২২ ফেব্রুয়ারী তাকে জাতীয় সংসদের পদ নৈতিক স্খলনজনিত ফৌজদারি অপরাধে চার বছর সশ্রম কারাদন্ডে দন্ডিত হবার কারনে লক্ষ্মীপুর-২ থেকে নির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ শহিদ ইসলাম বাংলাদেশের সংবিধানের ৬৬(২)(ঘ) অনুচ্ছেদের বিধান অনুযায়ী সংসদ সদস্য থাকার যোগ্য নন। সেই কারণে সংবিধানের ৬৭(১) (ঘ) অনুচ্ছেদ অনুযায়ী রায় ঘোষণার তারিখ ২৮ জানুয়ারি থেকে তার আসন শূন্য হয়েছে।

 

 

 

Published: 2021-06-28 01:28:56   |   View: 1239   |  
Copyright © 2017 , Design & Developed By maa-it.com



up-arrow