Breaking news

গণমাধ্যমের শৃঙ্খলা ফেরাতে ঈদের পরই ব্যবস্থা: তথ্যমন্ত্রী
গণমাধ্যমের শৃঙ্খলা ফেরাতে ঈদের পরই ব্যবস্থা: তথ্যমন্ত্রী

গণমাধ্যমের শৃঙ্খলা ফেরাতে ঈদের পরই ব্যবস্থা: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, কোন গণমাধ্যম প্রতিষ্ঠান নিয়োগ দেবে অথচ সাংবাদিকদের বেতন-ভাতা দেওয়া হবে না এমনটি চলতে পারে না। ঈদের পরই এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

বুধবার (১২ মে) সাড়ে ১১টার দিকে রাজধানীর কাকরাইলে প্রেস ইনস্টিটিউট মিলনায়তনে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক প্রদান অনুষ্ঠান এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী আরও বলেন, সংবাদকর্মীদের বেতন-ভাতা নিশ্চিত করতে ঈদের পরই গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে শৃঙ্খলায় আনার কাজ শুরু হবে। সংবাদকর্মীর নিরাপত্তায়, সব প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ইনস্যুরেন্স বাধ্যতামূলক করা হবে বলেও জানান তিনি।

ড. হাছান মাহমুদ বলেন, যেসব মিডিয়া হাউসে বেতন-ভাতা দেয়া হবে না, অকারণে সংবাদকর্মীকে চাকরিচ্যুত করা হবে সেসব গণমাধ্যম প্রতিষ্ঠানে সরকারি সুযোগ-সুবিধা বন্ধের সিদ্ধান্ত নেয়া হবে।


Published: 2021-06-25 16:07:34   |   View: 1249   |  
Copyright © 2017 , Design & Developed By maa-it.com



up-arrow