Breaking news

মডার্নার টিকা আনার আবেদন করেছে রেনেটা
মডার্নার টিকা আনার আবেদন করেছে রেনেটা

মডার্নার টিকা আনার আবেদন করেছে রেনেটা

মডার্নার টিকা আনার জন্য আবেদন করেছে ওষুধ প্রস্ততকারক প্রতিষ্ঠান রেনেটা ফার্মাসিউটিক্যালস। স্বাস্থ্য অদিফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম এই তথ্য জানিয়েছেন।

আজ সোমবার ( ৩ মে) রাজধানীর মহাখালীতে এক অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এই কথা জানান।

তিনি বলেন, রেনেটা মডার্নার ভ্যাকসিন আনার অনুমতি চেয়ে আবেদন জমা দিয়েছে। তাদের আবেদন আমরা সংশ্লিষ্ট কাগজপত্রসহ ডিজিডিএ ( ওষুধ প্রশাসন অধিদফতর) পাঠিয়েছি। তারা যাচাই-বাছাই করে দেখছেন ওই কোম্পানির সক্ষমতা আছে কিনা, তারা আনতে পারবেন কিনা।

 

মডার্নার টিকা বাংলাদেশে সংরক্ষণ করা যাবে কি না জানতে চাইলে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক বলেন, এই টিকা শূন্যে নিচে তাপমাত্রায় রাখতে হয়। ঢাকায় এ ধরনের ব্যবস্থা আছে। এই টিকার জন্য যে টেম্পারেচার লাগে এখন পর্যন্ত আমাদের ক্যাপাসিটিতে আমরা এটা ঢাকায় রাখতে পারব। কিন্তু ঢাকার বাইরে এই টিকা সংরক্ষণের কোনও ব্যবস্থা এখন পর্যন্ত নেই।


Published: 2021-06-28 08:39:43   |   View: 1262   |  
Copyright © 2017 , Design & Developed By maa-it.com



up-arrow