Breaking news

৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা পিছিয়ে যাচ্ছে
৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা পিছিয়ে যাচ্ছে

৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা পিছিয়ে যাচ্ছে

সনাতন ধর্মাবলম্বীদের উৎসব দুর্গাপূজার বিজয়া দশমীর কারণে পিছিয়ে যাচ্ছে ৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিজয়া দশমীর কারণে প্রিলিমিনারি পরীক্ষা এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হচ্ছে। যে বারে পরীক্ষা হওয়ার কথা ছিল সেই বারেই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা ১৫ অক্টোবর শুক্রবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে এখন তা পিছিয়ে ২২ অক্টোবর করা হচ্ছে।

 

পিএসসি সূত্রে জানা গেছে, ৪৩তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট পরীক্ষার দিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহে একযোগে অনুষ্ঠিত হবে।

পরীক্ষার হল, আসন ব্যবস্থা এবং পরীক্ষা বিষয়ে বিস্তারিত নির্দেশনা যথা সময়ে সংবাদ মাধ্যমে এবং পিএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

গত সোমবার (২৯ মার্চ) পিএসসির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৪৩তম বিসিএস পরীক্ষার অনলাইনে আাবেদনের সময় বাড়ানো হয়েছে । আগামী ৩০ জুন সন্ধ্যা ৬টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।


Published: 2021-06-25 15:56:07   |   View: 1259   |  
Copyright © 2017 , Design & Developed By maa-it.com



up-arrow