Breaking news

নবাব এলএলবি নিয়ে আশাবাদী মাহি
নবাব এলএলবি নিয়ে আশাবাদী মাহি

নবাব এলএলবি নিয়ে আশাবাদী মাহি

ওয়েব প্ল্যাটফর্ম আই থিয়েটারে মুক্তি পেয়েছে ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহির সিনেমা ‘নবাব এলএলবি’। শাকিব খানের বিপরীতে দীর্ঘদিন পর দর্শকের সামনে হাজির হয়েছেন এই গ্ল্যামার গার্ল। শাকিব খান আর অন্য নায়কের সঙ্গে কাজে তেমন কোনো পার্থক্য খুঁজে পান না এই নায়িকা। মাহির কথায় ‘পার্থক্য হচ্ছে- তিনি আমাদের সমসাময়িক যেসব হিরো আছেন, তাদের চেয়ে অভিজ্ঞ এবং সিনিয়র। এ ছাড়া আমি আর কোনো পার্থক্য দেখি না। অবশ্যই অনেক বছর আগে থেকে তিনি কাজ করছেন এবং তাকে বাংলাদেশের শীর্ষ হিরো বলা হয়, অভিজ্ঞতার দিক থেকে আমাদের এখনকার কেউই তার কাছাকাছি নেই।’

Pin on mahiya mahi

‘নবাব এলএলবি’ নিয়ে প্রত্যাশা কেমন? জানতে চাইলে মাহি বলেন, ‘ভালো। মেগাস্টারের সঙ্গে কাজ করেছি। কাজ করার অভিজ্ঞতা ভালো এবং ছবিটাও বেশ ভালো হয়েছে।’ তিনি আরও বলেন, ‘সবাই জানেন, সিনেমার গান এরইমধ্যে জনপ্রিয় হয়েছে। আমার আর শাকিব খানের রোমান্টিক রসায়নের প্রশংসা করছেন সবাই। বোঝাপড়া ভালো না থাকলে এ ধরনের রসায়ন পর্দায় ফুটিয়ে তোলা সম্ভব হয় না। আমি গানটির জন্য আলাদা মনোযোগ দিয়েছি। নিজের পোশাকগুলোর পরিকল্পনা করেছি। দর্শক আমার পোশাকেরও সুনাম করছেন। সবমিলিয়ে সিনেমাটি নিয়ে আমি আশাবাদী। করোনাকালে দর্শক যদি হলে গিয়ে সিনেমা দেখতে ভয় পান তাহলেও সমস্যা নেই। আমরা ওয়েবে হাজির হয়েছি। আপনারা সুবিধামতো সময়ে আমাদের সিনেমাটি উপভোগ করতে পারেন।’

 

মাহিয়া মাহির ৪ মিনিট ৪৮ সেকেন্ডের ভিডিও ভাইরাল -

 

কিন্তু অভিযোগ আছে, সিনেমাটির প্রচারে আপনাদের দেখা যাচ্ছে না। এ প্রসঙ্গে মাহি বললেন, ‘দেখুন, আমার ফেইসবুক পেজ থেকে যেগুলো শেয়ার করার, সেগুলো করেছি। তবে এটা পাবলিসিটির মধ্যে পড়ে না। প্রোডাকশন হাউজের পক্ষ থেকে নেওয়া কোনো উদ্যোগকে বলে পাবলিসিটি। সেটা তারা করার পর আমি যদি না যাই তখন অভিযোগ হতে পারে।’ তিনি আরও বলেন, ‘আমার সঙ্গে প্রযোজক, পরিচালক বা সহশিল্পীর কোনো ঝামেলা নেই। তাহলে কেন আমি প্রচারণায় থাকব না? কদিন আগেই তো যে গানটির কাজ বাকি ছিল সেটা করে দিলাম। আমি বরং প্রযোজকদের বলি, আপনারা প্রচারণার জন্য আলাদা সিডিউল দেবেন যদি দরকার হয়। কারণ, পৃথিবীতে সব বড় তারকারা তাদের সিনেমার প্রচারের জন্য কত কী করে থাকেন। সেখানে আমি করলে তো কোনো সমস্যা নেই।’

‘নবাব এলএলবি’ থেকে বেরিয়ে একটু ভিন্ন প্রসঙ্গে আসা যাক। ইদানীং আমাদের দেশের বাণিজ্যিক সিনেমার নায়ক-নায়িকারা ওয়েব সিরিজে ঝুঁকছেন, এটা নিয়ে আপনার মত কী? জানতে চাইলে মাহি বলেন, ‘যুগের সঙ্গে তাল মেলানোটা খারাপ কিছু না। এখন যুগ ওদিকে যাচ্ছে। অক্ষয়-কারিনার মতো বলিউডের বাণিজ্যিক তারকাদের ‘গুড নিউজ’ সিনেমাটা অ্যামাজনে মুক্তি পেয়ে ভালো ব্যবসা করেছে। করোনাকালে প্রায় সব সিনেমাই মুক্তি পাচ্ছে। এটা যুগের সঙ্গে তাল মেলানো হচ্ছে। তবে আমি যদি পারসোনালি বলতে যাই, আমার ভালো লাগে না। কারণ, হলভর্তি মানুষের সামনে নিজের কাজ দেখাটা একটা ডিফরেন্ট ফিলিংস। যদি আমার মনের কথা বলতে যাই, আমার মন খারাপ হয়। চিন্তা করতে কষ্ট হয়, আর কোনোদিন হলভর্তি দর্শক পাব কি পাব না। শুধু হলের জন্য কাজ করাটা, বড় পর্দার জন্য কাজ করাটা, সেটা আসলে অন্যরকম। ওটা দুঃখের বিষয় একটা, কিন্তু সবাই যেদিকে যাবে... যুগ যেদিকে যাবে, আমাদেরও তো সেদিকে যেতে হবে।’

দেখা মিললো মাহির

নতুন কাজের কী খবর জানতে চাইলে মাহি বলেন, ‘প্রচুর কাজ হচ্ছে, প্রচুর অফার আসছে। আমার কাছে এলে মনে হচ্ছে, বেশিরভাগ কাজ না করে দেওয়া উচিত। কারণ, কোয়ালিটিফুল কাজ না হলে আমি হারিয়ে যাব। আমি আসলে খুব বেছে কাজ করার চিন্তা-ভাবনা করছি। ১০০টা কাজ এলে একটা করার চিন্তা-ভাবনা করছি। এই তো।’


Published: 2021-06-28 11:09:36   |   View: 1390   |  
Copyright © 2017 , Design & Developed By maa-it.com



up-arrow