Breaking news

মাননীয় চীফ হুইপের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে প্রতারণায়, গ্রেফতার ১
মাননীয় চীফ হুইপের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে প্রতারণায়, গ্রেফতার ১

মাননীয় চীফ হুইপের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে প্রতারণায়, গ্রেফতার ১

মো: মোস্তাফিজুর রহমান খান :- জাতীয় সংসদের মাননীয় চীফ হুইপ ও মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরীর নাম ও ছবি ব্যবহার করে ফেসবুক আইডি খুলে প্রতারণার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে ডিএমপির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম- জাহিদ বিন আজীজ (৩৯)। ২৪ নভেম্বর ২০২০ তারিখ রাত ০৯:৫০ টায় হাজারীবাগ থানার রায়েরবাজারস্থ নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে ডিজিটাল ফরেনসিক টিম। এ সময় ভুয়া ফেসবুক আইডি ব্যবহারের কাজে ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়।

দুপুরে ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এ ডি সি) ইফতেখায়রুল ইসলাম পিপিএম-সেবা bbn24.com কে বিষয়টি নিশ্চিত করেন।

এ বিষয়ে সহকারি পুলিশ কমিশনার ইশতিয়াক আহমেদ পিপিএম জানান, গত ২৪ নভেম্বর মাননীয় চীফ হুইপ এর ব্যক্তিগত কর্মকর্তা বনানী থানায় অভিযোগ করেন, চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী’র নাম ও ছবি ব্যবহার করে ফেসবুক আইডি N. Alam Chowdhury MP দিয়ে দীর্ঘদিন যাবৎ কে বা কাহারা অসৎ উদ্দেশ্যে ফেসবুক আইডি ব্যবহার করছে। এর ফলে চীফ হুইপ এর ফেসবুক আইডি মনে করে বহুলোক উক্ত ফেসবুক আইডি’তে যুক্ত হচ্ছেন এবং হয়েছেন। এছাড়াও উক্ত ফেসবুক আইডি হতে বিভিন্ন সময়ে চীফ হুইপ মহোদয়ের বিভিন্ন ছবি ও সামাজিক কর্মকান্ডের ছবিসহ বিভিন্ন মতামত আপলোড করা হয়েছে। প্রকৃতপক্ষে চীফ হুইপ মহোদয় কোন ফেসবুক আইডি ব্যবহার করেন না। উক্ত অভিযোগের ভিত্তিতে বনানী থানায় একই দিনে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়।

পরবর্তী সময়ে রুজুকৃত মামলাটি সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক মোঃ আবু সাঈদ অনলাইন মনিটরিংয়ের মাধ্যমে অভিযুক্তকে সনাক্ত করে গ্রেফতার করে। বর্তমানে গ্রেফতারকৃত জাহিদ বিন আজীজ ০৩ দিনের পুলিশ রিমান্ডে রয়েছে


Published: 2021-06-23 10:28:54   |   View: 1349   |  
Copyright © 2017 , Design & Developed By maa-it.com



up-arrow