Breaking news

৩ ভারতীয় নাগরিক আটক, পাসপোর্ট-ভিসা ছাড়াই বাংলাদেশে
৩ ভারতীয় নাগরিক আটক, পাসপোর্ট-ভিসা ছাড়াই বাংলাদেশে

৩ ভারতীয় নাগরিক আটক, পাসপোর্ট-ভিসা ছাড়াই বাংলাদেশে

বাংলাদেশে অবস্থানের জন্য বৈধ পাসপোর্ট-ভিসা না থাকায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা থেকে তিন ভারতীয় নাগরিককে আটক করেছে র‌্যাব।

রোববার রাতে র‌্যাব ১৪-এর ভৈরব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে সকালে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের গোলচত্বরসংলগ্ন টোলপ্লাজা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- বিলাশ শঙ্কর দেশমুখ (৩৮), বসন্ত সাম্বাজি মোহিত (২৫) ও জাবেদ আহমেদ মুলানি (২৬)। তাদের বাড়ি ভারতের মহারাষ্ট্র রাজ্যের সাংলী জেলার বিভিন্ন এলাকায়।

র‌্যাবের ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার মোহাম্মদ বেলায়েত হোসেন জানান, সকালে র‌্যাবের একটি টহল দল টোলপ্লাজার যাত্রীছাউনির সামনে ওই তিনজনকে অবস্থান করতে দেখেন।

এ সময় র‌্যাব সদস্যদের কাছে তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের পরিচয় এবং এখানে অবস্থানের কারণ জানতে চাওয়া হয়। একপর্যায়ে তারা ভারতীয় নাগরিক বলে জানান।

তবে তাদের কাছে বাংলাদেশে অবস্থানের জন্য কোনো বৈধ পাসপোর্ট ও ভিসা ছিল না। সে জন্য তাদের আটক করে আশুগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

এ ঘটনায় আটকদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে বলে জানান র‌্যাব কর্মকর্তা বেলায়েত হোসেন।


Published: 2021-06-26 01:23:07   |   View: 1381   |  
Copyright © 2017 , Design & Developed By maa-it.com



up-arrow