Breaking news

ছিনতাই-চাঁদাবাজি রোধে প্রয়োজনে গুলি: ডিএমপি কমিশনার
ছিনতাই-চাঁদাবাজি রোধে প্রয়োজনে গুলি: ডিএমপি কমিশনার

ছিনতাই-চাঁদাবাজি রোধে প্রয়োজনে গুলি: ডিএমপি কমিশনার

রাজধানীবাসীর ঈদ কেনাকাটার সময় ছিনতাই কিংবা চাঁদাবাজির মতো অপরাধ দমনে ‘প্রয়োজনে’ পুলিশ গুলি চালাবে বলে হুঁশিয়ার করেছেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। তিনি বলেন, ‘চুরি, ছিনতাই, চাঁদাবাজি এমনকি রাহাজানি প্রতিরোধে প্রয়োজনে পুলিশকে গুলি করতে বলা হয়েছে। কোনোভাবেই দুষ্কৃতকারীদের ছাড় দেয়া হবে না। এই প্রিয় মহানগরে কিছু হতে দেয়া হবে না।’
 

বৃহস্পতিবার রাজধানীর গাবতলী বাস টার্মিনালে আইন-শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভায় এ কথা বলেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার। গুলির নির্দেশের বিষয়ে তিনি সভার পর সাংবাদিকদের বলেন, ‘কিছুদিন আগেও ব্যাংকের সামনে পাহারা দিতে হত, টাকা ছিনতাই হত। আমাদের গোয়েন্দারা সতর্ক রয়েছে। যদি এ ধরনের টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে তবে আমরা প্রয়োজনে গুলি চালাব। কারণ এটিও আইনে বলা রয়েছে কোনো মুহূর্তে জান ও মাল রক্ষার্থে পুলিশ গুলি ছুড়তে পারবে।’


Published: 2021-06-25 09:42:02   |   View: 1345   |  
Copyright © 2017 , Design & Developed By maa-it.com



up-arrow