Breaking news

বেশি পাসের হার রাজশাহী,জিপিএ-৫ এ শীর্ষে ঢাকা
বেশি পাসের হার রাজশাহী,জিপিএ-৫ এ শীর্ষে ঢাকা

বেশি পাসের হার রাজশাহী,জিপিএ-৫ এ শীর্ষে ঢাকা

এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার সবচেয়ে বেশি পাসের হার রাজশাহী বোর্ডে।আর জিপিএ-৫ প্রাপ্তিতে সব বোর্ডকে ছাড়িয়ে গেছে ঢাকার শিক্ষার্থীরা।

বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে আজ বৃহস্পতিবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের অনুলিপি তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন মন্ত্রী।

মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় এবার ৮০ দশমিক ৩৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন, যাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৪ হাজার ৭৬১ জন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার রাজশাহী বোর্ডে সবচেয়ে বেশি, ৯০ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। সেবচেয়ে কম ৫৯ দশমিক ০৩ শতাংশ পাসের হার কুমিল্লা বোর্ডে ।

এছাড়া ঢাকা শিক্ষা বোর্ডে পাসের হার ৮৬.৩৯ শতাংশ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার ৮৩.৯৯ শতাংশ, দিনাজপুর শিক্ষা বোর্ডে ৮৩.৯৮ শতাংশ, সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ৮০.২৬ শতাংশ, যশোর বোর্ডে ৮০.০৪ শতাংশ, বরিশাল শিক্ষা বোর্ডে ৭৭.২৪ শতাংশ।

শিক্ষামন্ত্রী জানান, এবার ঢাকা বোর্ড থেকে সবচেয়ে বেশি  ৪৯ হাজার ৪৮১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

এ ছাড়া রাজশাহী বোর্ডে ১৭ হাজার ৩৪৯, কুমিল্লা বোর্ডে চার হাজার ৪৫০, যশোর বোর্ডে ছয় হাজার ৪৬০, চট্টগ্রাম বোর্ডে আট হাজার ৩৪৪, বরিশাল বোর্ডে দুই হাজার ২৮৮, সিলেট বোর্ডে দুই হাজার ৬৬৩ ও দিনাজপুর বোর্ডে ছয় হাজার ৯২৯ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।


Published: 2021-06-28 11:17:42   |   View: 1659   |  
Copyright © 2017 , Design & Developed By maa-it.com



up-arrow