Add Post Here

Add Post Here

Breaking news

মুক্তির আগেই শেষ বাহুবলী-২’র উইকেন্ডের টিকিট
মুক্তির আগেই শেষ বাহুবলী-২’র উইকেন্ডের টিকিট

মুক্তির আগেই শেষ বাহুবলী-২’র উইকেন্ডের টিকিট

আগামী ২৮ এপ্রিল মুক্তি পেতে যাচ্ছে বলিউডের সাড়া জাগানো ও তুমুল আলোচিত সিনেমা বাহুবলীর সিক্যুয়াল ‘বাহুবলী দ্য কনক্লুশান’।

মুক্তির কয়েকদিন বাকি থাকলেও এরইমধ্যে ভারতের বেশকিছু জায়গায় প্রথম উইকেন্ডের সব টিকিট অগ্রিম বিক্রি হয়ে গেছে। এরমধ্যে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, তামিলনাড়ু, কেরলে অগ্রিম বুকিংয়ের হার বেশি ভাল।

বুক মাই শো’র তথ্য অনুযায়ী অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা রাজ্যে বাহুবলী-২ এর প্রথম উইকেন্ডের সব টিকিট ইতোমধ্যে শেষ হয়ে গেছে। চেন্নাইয়ের অন্যতম বৃহৎ মাল্টিপ্লেক্স ‘এসপিআই সিনেমাস’ কর্তৃপক্ষ গত ২২ এপ্রিল ছবিটির প্রি-বুকিং শুরু করার কয়েক মিনিটেই তাদের প্রথম উইকেন্ডের সব টিকিট বিক্রি হয়ে যায়।

বিশ্বব্যাপী কোটি মানুষের আগ্রহের শীর্ষে থাকা বাহুবলী-২ মুক্তি পাচ্ছে ভারতের বিভিন্ন প্রদেশের অন্তত সাড়ে ছয় হাজার সিনেমা হলে।

এছাড়া একইসঙ্গে বিশ্বের বিভিন্ন দেশেও দর্শকরা দেখতে পাবেন বাহুবলী-২। এ লক্ষ্যে যুক্তরাজ্য এবং নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, সৌদি আরব, কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রেও মুক্তি পাচ্ছে সিনেমাটি।

এস এস রাজামৌলি পরিচালিত বাহুবলীর সিক্যুয়ালে রয়েছেন প্রভাস, রানা ডগ্গুবতী, অনুষ্কা শেট্টি ও তামান্না প্রমুখ।

এরআগে ২০১৫ সালে মুক্তি পায় বাহুবলীর প্রথম ছবি ‘বাহুবলী : দ্য বিগিনিং’। প্রথম ছবিতেই দর্শকদের মন জয় করে নেন রাজামৌলি।

Published: 2019-10-18 17:47:16   |   View: 1183   |  
Copyright © 2017 , Design & Developed By maa-it.comup-arrow