Breaking news

বিশ্ব ধরিত্রী দিবস আজ
বিশ্ব ধরিত্রী দিবস আজ

বিশ্ব ধরিত্রী দিবস আজ

আজ বিশ্ব ধরিত্রী দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘পরিবেশ ও জলবায়ু সম্পর্কে সঠিক শিক্ষণ বা জ্ঞান অর্জন’। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে।

যুক্তরাষ্ট্রের সিনেটর গেলরেড নেলসন ১৯৭০ সালে প্রথম জলবায়ু সম্পর্কে সচেতনতা সৃষ্টির কাজ শুরু করেন। তিনিই ধরিত্রী দিবসের উদ্যোক্তা। তার হাত ধরেই প্রতি বছরের ২২ এপ্রিল বিশ্বে দিবসটি পালিত হয়।

জলবায়ু সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ১৯৭০ সালে যুক্তরাষ্ট্রে প্রায় দুই কোটি মানুষ রাস্তায় নেমে আসেন। এর মধ্যেই দিয়েই শুরু হয় বিশ্ব ধরিত্রী দিবস।

ধরিত্রী দিবসের ২০ বছর পূর্তিতে ১৯৯০ সালে আরেকটি বড় আন্দোলন শুরু হয়। ওই বছর বিশ্বজুড়ে প্রায় ২০ কোটি মানুষ ধরিত্রী দিবস পালন করেন।

পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বিল ক্লিনটন সিনেটর নেলসনকে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সম্মানে ভূষিত করেন।

Published: 2021-06-29 09:20:19   |   View: 1366   |  
Copyright © 2017 , Design & Developed By maa-it.com



up-arrow