Breaking news

সৌদি-রুশ দূতাবাসের সামনের অবৈধ ব্লক অপসারণ শুরু
সৌদি-রুশ দূতাবাসের সামনের অবৈধ ব্লক অপসারণ শুরু

সৌদি-রুশ দূতাবাসের সামনের অবৈধ ব্লক অপসারণ শুরু

রাজধানীর গুলশানে রাশিয়া ও সৌদি দূতাবাসের সামনে ফুটপাত দখল করে থাকা অবৈধ ব্লক উচ্ছেদ অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) বেলা ১১টা থেকে এ অভিযান শুরু হয়। অভিযানে উপস্থিত ছিলেন ডিএনসিসি মেয়র আনিসুল হক।

ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সাজিদ আনোয়ারের নেতৃত্বে উচ্ছেদ অভিযানে আরো উপস্থিত ছিলেন কর্পোরশনের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আনোয়ারুল ইসলাম।

প্রথমে ডিএনসিসির বোলডোজার দিয়ে গুলশান-২ এর ৭৯ নম্বর রোডে অবস্থিত রাশিয়া দূতাবাসের সামনের ফুটপাত থেকে অবৈধ ব্লক অপসারণ করা হয়। পরে ৮৩ নম্বর রোডে অবস্থিত সৌদি আরব দূতাবাসের সামনের অবৈধ ব্লক উচ্ছেদ করা হবে বলে জানিয়েছে ডিএনসিসি।

অভিযানের শুরুতে আনিসুল হক বলেন, জনসাধারণের চলার পথ দখল করে যেসব দূতাবাস বিভিন্ন ব্লক তৈরি করেছে আমরা তাদেরকে নোটিশ দিয়েছি তারা যেনো তাদের সব ব্লক সরিয়ে নেন। আমরা দূতাবাসগুলোর সঙ্গে আলোচনা করেই এসব অভিযান শুরু করেছি। তারা আমাদের সঙ্গে সম্মত হয়েছেন।

Published: 2021-06-24 11:17:28   |   View: 1394   |  
Copyright © 2017 , Design & Developed By maa-it.com



up-arrow