Breaking news

ধর্ম ব্যবসায়ীদের বিশ্বস্ত পৃষ্ঠপোষক বিএনপি : ওবায়দুল কাদের
ধর্ম ব্যবসায়ীদের বিশ্বস্ত পৃষ্ঠপোষক বিএনপি : ওবায়দুল কাদের

ধর্ম ব্যবসায়ীদের বিশ্বস্ত পৃষ্ঠপোষক বিএনপি : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের ইতিহাস বলে দেয়- ধর্ম ব্যবসায়ীদের সবচেয়ে বিশ্বস্ত পৃষ্ঠপোষক হচ্ছে খালেদা জিয়া ও বিএনপি।

শনিবার দুপুরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।  এর আগে, খ্রিষ্টান সম্প্রদায়ের সঙ্গে বৈঠক করেন ওবায়দুল কাদের।

হেফাজত ইসলামের সঙ্গে আওয়ামী লীগের কোনো চুক্তি কিংবা জোট হয়নি দাবি করে কাদের বলেন, অনেকেই কওমি মাদ্রাসার স্বীকৃতির সঙ্গে হেফাজতের স্বীকৃতি বলে গুলিয়ে ফেলে। আমাদের স্বীকৃতি হচ্ছে দেশের শিক্ষাব্যবস্থার মূল অবকাঠামোর মধ্যে কওমির শিক্ষার্থীদের নিয়ে আসা। কওমির প্রায় ১৪ লাখ শিক্ষার্থী উচ্চশিক্ষা গ্রহণ করে একটি অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে থাকে। তাই আমরা কওমি মাদ্রসার স্বীকৃতি দিয়েছি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, প্রগতির যে পথ সেটাই হচ্ছে বাস্তবতা। আর বাস্তবতাই হচ্ছে প্রগতিশীলতা। বাস্তবতাকে বাদ দিয়ে কেউ প্রগতিশীল হতে পারে না। কওমি মাদ্রাসার স্বীকৃতি পেয়ে আল্লামা শফি হুজুর গতকাল এক জনসভায় জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে বক্তব্য দিয়েছেন। তার জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান নেয়াটা কি লাভ নয়?

সংবাদ সম্মেলন তিনি আরও বলেন, খ্রিষ্টান সম্প্রদায় স্টার সানডেতে সরকারি ছুটি দাবি করছেন। এছাড়া মন্ত্রিসভায় তাদের অংশীদারিত্ব, যোগ্যতা অনুযায়ী সরকারি চাকরির সুযোগ-সুবিধাসহ বেশকিছু দাবি তুলেছেন। এগুলো নিয়ে আমি নেত্রী শেখ হাসিনোর সঙ্গে আলাপ-আলোচনা করবো।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা এনামুল হক শামীম, আমিনুল ইসলাম, আবদুস সোবহান গোলাম, বিপ্লব বড়ুয়া প্রমুখ।

Published: 2021-06-17 02:38:23   |   View: 1461   |  
Copyright © 2017 , Design & Developed By maa-it.com



up-arrow