Breaking news

মনোচিকিৎসকের স্মরণাপন্ন নেইমার
মনোচিকিৎসকের স্মরণাপন্ন নেইমার

মনোচিকিৎসকের স্মরণাপন্ন নেইমার

মালাগার বিপক্ষে ম্যাচে লরেন্তেকে অহেতুক ফাউল করায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন নেইমার। নিয়ম অনুযায়ী দুই হলুদ কার্ডের জন্য এক ম্যাচ নিষিদ্ধ হওয়ার কথা ছিল এই তারকার। তবে মাঠ ছাড়ার আগে সহকারী রেফারিকে ব্যাঙ্গ করায় শাস্তি হিসেবে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন এই তারকা। আর ভবিষ্যতে যাতে এমন ভুল আর না হয়, তাই নেইমারকে মনোবিদের কাছে পাঠিইয়েছিলেন বার্সা কোচ এনরিকে।

নেইমারকে মনোবিদের কাছে পাঠানোর ব্যাপারে এনরিকে বলেন, ‘আসলে ঐ লাল কার্ডের পর অনেক বেশি ভেঙ্গে পড়েছিলো নেইমার। আমি তার সাথে ব্যক্তিগতভাবে কথা বলি। তখন বুঝতে পারলাম, হতাশা ঘিরে ধরেছে নেইমারকে। তাই দ্রুতই মনোবিদের কাছে তাকে পাঠাই। আশা করি ভালো হবে নেইমারের জন্য।’

এনরিকের ঘনিষ্ঠ মনোবিদ জোয়াকুইন বালদেসের সঙ্গে দেখা করার পর নেইমার বলেন, ‘বালদেসের সাথে দীর্ঘক্ষণ সময় কাটালাম। ঐ সময়গুলো দারুণ ছিল। আমার চিন্তা-ধারায় আমুল পরিবর্তন ইতোমধ্যে এসেছে। আমি আবারো যাবো তার কাছে। এজন্য এনরিককে ধন্যবাদ।’

Published: 2021-06-28 18:29:48   |   View: 1464   |  
Copyright © 2017 , Design & Developed By maa-it.com



up-arrow