Breaking news

‘মাশরাফি আমার কাছে জীবন্ত কিংবদন্তি’
‘মাশরাফি আমার কাছে জীবন্ত কিংবদন্তি’

‘মাশরাফি আমার কাছে জীবন্ত কিংবদন্তি’

টি-টোয়েন্টি থেকে মাশরাফির অবসরের ঘোষণায় সামাজিক যোগাযোগমাধ্যমে বইছে শোকের আবহ। ভক্তদের পাশাপাশি জাতীয় দলের ক্রিকেটাররাও এ দল থেতে বাদ যাননি।

নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তামিম ইকবাল লেখেন, ‘আপনি যত বেশিই বলুন না কেনো, সেটা কম হয়ে যাবে। বিষয়ের মানুষটা যখন আমার ক্যাপ্টেন মাশরাফি ভাই! তার ঝুলিতে হয়তো কোনো বিশ্বরেকর্ড নেই। তিনি হয়তো অন্য কোনো কোনো দেশের কিংবদন্তির মতো ৪০০ বা ৫০০ উইকেট নেননি। কিন্তু একটা ব্যাপারে তিনি অনন্য। এই দেশটার ক্রিকেট ইতিহাসে নিজের চলার পথে অন্তত একটা দাগ রেখে যেতে পারছেন। আজ যে বদলে যাওয়া বাংলাদেশ দল, যে উজ্জীবিত বাংলাদেশের ক্রিকেটকে আপনারা দেখেন, এর সবই এসেছে তার নেতৃত্বে ভর করে। আমার কাছে আমার ক্যাপ্টেনের এই কীর্তি চার-পাঁচ শ উইকেট বা বিশ্ব রেকর্ডের চেয়েও বড় ব্যাপার। তিনি একটা দৃষ্টান্ত তৈরি করেছেন যে কিভাবে একটা ড্রেসিংরুমকে একটা পরিবারের মতো করে চালাতে হয় এবং একই সাথে রেজাল্ট আনতে হয়। আমি যদি একজন মানুষ হিসেবে দেখি, মাশরাফি বিন মুর্তজা আমার কাছে একজন জীবন্ত কিংবদন্তি। আশা করি, আগামীকাল যখন আমরা শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ও সিরিজের শেষ টি-টোয়েন্টি খেলতে নামবো, আপনি মাথা উঁচু করে আপনার টি-টোয়েন্টি ক্যারিয়ার শেষ করতে পারবেন। আসছে দিনগুলোর জন্য আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। আপনাকে খুব মিস করবো, ক্যাপ্টেন।’


Published: 2021-06-28 04:24:37   |   View: 1427   |  
Copyright © 2017 , Design & Developed By maa-it.com



up-arrow