Breaking news

শনিবার থেকে শুরু আইপিইউ সম্মেলন
শনিবার থেকে শুরু আইপিইউ সম্মেলন

শনিবার থেকে শুরু আইপিইউ সম্মেলন

আগামী ১ এপ্রিল শনিবার থেকে ঢাকায় শুরু হতে যাচ্ছে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৩৬তম সম্মেলন।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) অনুষ্ঠেয় পাঁচ দিনের এই সম্মেলনে আইপিইউ সদস্য ১৩১টি দেশের স্পিকার, ডেপুটি স্পিকার এবং সংসদ সদস্যসহ প্রায় দেড় হাজার প্রতিনিধি অংশ নেবেন বলে মনে করা হচ্ছে।

এ সম্মেলনের সফল আয়োজন দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় একটি মাইলফলক এবং বহির্বিশ্বে একটি উদার, গণতান্ত্রিক ও আদর্শ রাষ্ট্র হিসেবে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে বলে মনে করছে সরকার।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া বক্তব্য রাখবেন, আইপিইউ প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী এবং জাতিসংঘ মহাসচিবের একজন প্রতিনিধি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন, জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

এদিকে, ঢাকার এ সম্মেলনে যোগ দিচ্ছে না সার্ক ও দক্ষিণ এশিয়ার অন্যতম দেশ পাকিস্তান। গত মঙ্গলবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। তবে যোগ না দেয়ার কোনো সুনির্দিষ্ট কারণ জানায়নি ইসলামাবাদ।

অপরদিকে, আইপিইউ সম্মেলন উপলক্ষে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে চার স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। বাড়তি নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে বিমানবন্দরে শুধু যাত্রীদের প্রবেশ করতে দেয়া হচ্ছে। তাদের সঙ্গে থাকা স্বজন বা দর্শনার্থীদের প্রধান সড়কের পরে যেতে দেয়া হচ্ছে না।

অন্যদিকে, সম্মেলন বিষয়ে আইপিইউর মহাসচিব মার্টিন চুনগুং গত মঙ্গলবার জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে তাঁর কার্যালয়ে দেখা করেন। এ সময় তাকে প্রস্তুতি চূড়ান্তের কথা জানান স্পিকার।

স্পিকার আইপিইউ মহাসচিবকে জানান, মূল সম্মেলনস্থল বিআইসিসির কাছে একটি মেলারও আয়োজন করা হয়েছে। এতে বাংলাদেশে উৎপাদিত বিভিন্ন পণ্য থাকবে। যার মাধ্যমে দেশের ইতিহাস-ঐতিহ্য তুলে ধরা হবে।

আইপিইউ সম্মেলনের সময় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ ও আগারগাঁও এলাকার কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। এছাড়া শুক্রবার বিদেশি অতিথিদের নিরাপত্তায় বিমানবন্দর সড়কেও যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। এজন্য বিদেশগামী যাত্রীদের আগেভাগেই সময় নিয়ে বিমানবন্দরে পৌঁছাতে অনুরোধ করেছে পুলিশ।

Published: 2021-06-29 09:19:21   |   View: 1367   |  
Copyright © 2017 , Design & Developed By maa-it.com



up-arrow