Breaking news

সার্কে সাত বছর ধরে ফি দিচ্ছে না পাকিস্তান
সার্কে সাত বছর ধরে ফি দিচ্ছে না পাকিস্তান

সার্কে সাত বছর ধরে ফি দিচ্ছে না পাকিস্তান

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থায় (সার্ক) একটি প্রকল্পে সাত বছর ধরে কোনো ফি দিচ্ছে না পাকিস্তান। সাউথ এশিয়ান ইউনিভার্সিটি খাতে এই ফি দেয়ার কথা ছিল দেশটির। বকেয়ার পরিমাণ ৭৮ লাখ ৫০ হাজার ডলার যা, বাংলাদেশি টাকায় প্রায় ৬ হাজার ৩০০ কোটি টাকার সমপরিমাণ।

সার্কের অন্য সদস্য দেশগুলো ইতোমধ্যে এই বকেয়া পড়া এই অর্থ পাকিস্তানকে অবিলম্বে পরিশোধ করতে তাগাদা দিয়েছে। ফি না দিলে সাউথ এশিয়ান ইউনিভার্সিটি প্রকল্পটি থেকে পাকিস্তানকে বহিষ্কার করা হতে পারে।

সূত্র: এএফপি

Published: 2021-06-23 00:23:44   |   View: 1468   |  
Copyright © 2017 , Design & Developed By maa-it.com



up-arrow