Breaking news

স্বাধীনতা দিবসে যান চলাচলে ডিএমপির নির্দেশনা
স্বাধীনতা দিবসে যান চলাচলে ডিএমপির নির্দেশনা

স্বাধীনতা দিবসে যান চলাচলে ডিএমপির নির্দেশনা

২৬ মার্চ (রোববার) মহান স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ ও দেশি-বিদেশি কূটনীতিকরা।

শ্রদ্ধা জ্ঞাপনের জন্য তাদের চলাচল নির্বিঘ্ন করতে রোববার ভোর রাত ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত ঢাকা-সাভার মহাসড়কে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে ২৬ মার্চ বাস, মিনিবাস, ট্রাক, লরিসহ বড় গাড়ির চালক/ব্যবহারকারীদের নিম্নোক্ত বিকল্প সড়কে চলাচলের জন্য অনুরোধ জানানো হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, গাবতলী আমিনবাজার ব্রিজ সাভার-নবীনগর রোড পরিহার করে বিকল্প রাস্তা হিসেবে সাধারণ যানবাহন এয়ারপোর্ট রোড-আব্দুল্লাহপুর ক্রসিং-আশুলিয়া সড়ক হয়ে চলাচল করবে।

আরিচা/পাটুরিয়া থেকে সাভার-আমিন বাজার হয়ে ঢাকাগামী উক্ত যানবাহনসমূহ নবীনগর বাজার হতে বাইপাইল-আশুলিয়া হয়ে ঢাকায় প্রবেশ করবে।

এছাড়া টাঙ্গাইল হতে আশুলিয়া হয়ে ঢাকাগামী যানসমূহ কালিয়াকৈর-গাজীপুর চৌরাস্তা-টঙ্গী হয়ে রাজধানীতে প্রবেশ করবে।

Published: 2021-06-29 09:17:34   |   View: 1338   |  
Copyright © 2017 , Design & Developed By maa-it.com



up-arrow