Breaking news

ঢাকার পথে মিজারুল কায়েসের মরদেহ
ঢাকার পথে মিজারুল কায়েসের মরদেহ

ঢাকার পথে মিজারুল কায়েসের মরদেহ

ব্রাজিলে বাংলাদেশের রাষ্ট্রদূত সাবেক পররাষ্ট্র সচিব মিজারুল কায়েসের মরদেহ আজ রোববার ঢাকায় আসছে। কাতারের রাজধানী দোহায় যাত্রা বিরতি শেষে মরদেহ আজ দিবাগত রাত একটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে।

এর আগে গতকাল শনিবার ভোরে ব্রাজিলের সাও পাওলো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতার এয়ারওয়েজের ফ্লাইটযোগে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয় তার মরদেহ।

জানা গেছে, সোমবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মিজারুল কায়েসের মরদেহ নেওয়া হবে। সকাল সাড়ে আটটায় মন্ত্রণালয় প্রাঙ্গণে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। সেখান থেকে সকাল ১০ টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। দুপুর ১২ টা পর্যন্ত সেখানে রাখা হবে। বাদ যোহর গুলশান আজাদ মসজিদে জানাজার পর বনানী গোরস্থানে তাকে দাফন করা হবে।
 
রাষ্ট্রদূত মিজারুল কায়েস গত ১১ মার্চ ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ার একটি হাসপাতালে মারা যান। তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন। ২০০৯ থেকে ২০১২ পর্যন্ত তিনি পররাষ্ট্র সচিব ছিলেন। এছাড়া যুক্তরাজ্য ও মালদ্বীপে হাইকমিশনার এবং রাশিয়ার রাষ্ট্রদূত ছিলেন।

Published: 2021-06-17 18:18:12   |   View: 1426   |  
Copyright © 2017 , Design & Developed By maa-it.com



up-arrow