Breaking news

সরকার জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে : রব
সরকার জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে : রব

সরকার জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে : রব

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, সরকার বারবার গ্যাসের মূল্য বৃদ্ধি করে সরাসরি জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে। 

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে জেএসডি-নাগরিক ঐক্য মানববন্ধনে তিনি এ কথা বলেন। 

রব বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য কমার কারণে গ্যাসের উৎপাদন খরচও কমেছে। কিন্তু সরকার গ্যাসের মূল্য না কমিয়ে উল্টো বৃদ্ধি করেছে।যা গণবিরোধী কাজ ছাড়া আর কিছুই নয়। 

তিনি বলেন, মূল্য বৃদ্ধির ফলে শুধুমাত্র বাসাবাড়িতে গ্যাস ব্যবহারকারীরাই ক্ষতিগ্রস্ত হবে না, দেশের শিল্প-কলকারখানা ও পরিবহন ব্যয়ও বৃদ্ধি পাবে। ফলে ভোগান্তিতে পড়বে সাধারণ মানুষ।  

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না, জেএসডি সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, জেএসডি নেতা এম এ গোফরান, আতাউল করিম ফারুক, মো. সিরাজ মিয়া, তানিয়া ফেরদৌসী, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, কামাল উদ্দিন পাটোয়ারী, মোশারফ হোসেন, নাগরিক ঐক্য নেতা শহীদুল্লাহ কায়সার, মনিরুল ইসলাম প্রমুখ।

Published: 2021-06-19 04:38:42   |   View: 1394   |  
Copyright © 2017 , Design & Developed By maa-it.com



up-arrow