Breaking news

ধর্মীয় বা নৈতিক শিক্ষায় কোনো ঘাটতি নেই : শিক্ষামন্ত্রী
ধর্মীয় বা নৈতিক শিক্ষায় কোনো ঘাটতি নেই : শিক্ষামন্ত্রী

ধর্মীয় বা নৈতিক শিক্ষায় কোনো ঘাটতি নেই : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আগামী ২৪ জুলাইয়ের মধ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেওয়া হবে। তবে শিক্ষকদের লাঞ্ছিত করে একটি মহল দেশকে অস্থিতিশীল করতে চায়।

আজ সোমবার (১৮ জুলাই) সকালে সিলেট সার্কিট হাউজে শিক্ষা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে সাম্প্রতিক সময়ে ধারাবাহিক শিক্ষক লাঞ্ছনার বিষয়ে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ধর্মীয় বা নৈতিক শিক্ষায় কোনো ঘাটতি নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব বিষয় নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। দেশকে অস্থিতিশীল করতে একটি পক্ষ এই কাজগুলো করছে।

তিনি আরও বলেন, এবারের বন্যায় সিলেটে ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা করে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এখনও শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার হচ্ছে।


Published: 2022-07-18 09:16 am   |   View: 1338   |  
Copyright © 2017 , Design & Developed By maa-it.com



up-arrow