Breaking news

নড়াইলে শিক্ষক লাঞ্ছনা: বিচারিক অনুসন্ধানের নির্দেশ হাইকোর্টের
নড়াইলে শিক্ষক লাঞ্ছনা: বিচারিক অনুসন্ধানের নির্দেশ হাইকোর্টের

নড়াইলে শিক্ষক লাঞ্ছনা: বিচারিক অনুসন্ধানের নির্দেশ হাইকোর্টের

নড়াইলে শিক্ষক স্বপন কুমার বিশ্বাসকে লাঞ্ছনার ঘটনার বিচারিক অনুসন্ধানের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি ভীস্মদেব চক্রবর্তী ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের বেঞ্চ আজ সোমবার এ আদেশ দেন।

নড়াইলের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে বিচারিক অনুসন্ধান শেষে ছয় সপ্তাহের মধ্যে আদালতে প্রতিবেদন জমা দিতে বলেছেন হাইকোর্ট।
একইসাথে ভুক্তভোগী ওই শিক্ষকের শারীরিক ও মানসিক অবস্থার অগ্রগতি জানাতে বলা হয়েছে ওই প্রতিবেদনে।

এছাড়া ওই ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুলও দিয়েছেন হাইকোর্ট।

গত ১৮ জুন পুলিশের সামনেই নড়াইলের মির্জাপুর ইউনাইটেড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসের গলায় জুতার মালা পরানো হয়। এক শিক্ষার্থীর বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ উঠলে তাঁকে উত্তেজিত জনতার হাত থেকে রক্ষায় পুলিশ ডেকেছিলেন স্বপন কুমার বিশ্বাস। এতেই তাঁর ওপর চড়াও হয়েছিলেন বিক্ষুব্ধরা।


Published: 2022-07-18 08:05 am   |   View: 1314   |  
Copyright © 2017 , Design & Developed By maa-it.com



up-arrow