Breaking news

জেসিসি বৈঠকে যোগ দিতে নয়াদিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
জেসিসি বৈঠকে যোগ দিতে নয়াদিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

জেসিসি বৈঠকে যোগ দিতে নয়াদিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-ভারত পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সপ্তম জয়েন্ট কনসালটেটিভ কমিশনের (জেসিসি) বৈঠক রোববার (১৯ জুন) নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে। বৈঠকে যোগ দিতে আজ শনিবার (১৮ জুন) ভারত সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

দুই দিনের সফরের শুরুর দিন ড. মোমেন কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির (সিআইআই) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। পরদিন অনুষ্ঠেয় জেসিসি বৈঠকে ঢাকার পক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন ও নয়াদিল্লির পক্ষে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর নেতৃত্ব দেবেন।

বৈঠকে উভয় পক্ষের দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট, বিশেষ করে বাণিজ্য, কানেকটিভিটি, পানি, জ্বালানি, আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুসহ নতুন নতুন অনেক ক্ষেত্রে একে অপরকে সহযোগিতার বিষয় উঠে আসবে।

এ সময় দুই দেশের মধ্যে অনুষ্ঠিত বিভিন্ন বৈঠকের ফলাফল নিয়েও আলোচনা হবে এবং দিকনির্দেশনা দেয়ার চেষ্টা করা হবে।
 

এদিকে, বৈঠকে তিস্তা প্রসঙ্গ তোলাসহ আলোচনাধীন কুশিয়ারা নদীর পানি উত্তোলনের বিষয়টি সুরাহার জন্য দ্রুত সময়ের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের প্রস্তুতির তাগাদা দেবে ঢাকা।
 
২০১২ সালে নয়াদিল্লিতে প্রথম জেসিসি বৈঠকে বসে বাংলাদেশ-ভারত। গত ১০ বছরে মোট ছয়বার জেসিসি বৈঠক হয়। সবশেষ ২০২০ সালে করোনা মহামারির মধ্যে ভার্চুয়ালি জেসিসি বৈঠক অনুষ্ঠিত হয়। সপ্তম জেসিসি বৈঠকটি গত ৩০ মে হওয়ার কথা থাকলেও পরে সেটি পিছিয়ে যায়।

জেসিসি বৈঠক শেষে সোমবার (২০ জুন) ড. মোমেনের দেশে ফেরার কথা রয়েছে।

Published: 2022-06-18 08:00 am   |   View: 1224   |  
Copyright © 2017 , Design & Developed By maa-it.com



up-arrow