Breaking news

রাজারবাগ থেকে একটি শিশু পাওয়া গেছে
রাজারবাগ থেকে একটি শিশু পাওয়া গেছে

রাজারবাগ থেকে একটি শিশু পাওয়া গেছে

রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স এলাকা থেকে একটি শিশু পাওয়া গেছে। শিশুটির বয়স ছয় বছর। শিশুটি এখন তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারে নিরাপদ হেফাজতে রয়েছে। তার গায়ের রং উজ্জ্বল শ্যাম বর্ণ ও উচ্চতা ৩ ফিট ৪ ইঞ্চি।

শুক্রবার (১৭ জুন ২০২২) রাজারবাগ ১ নং পুলিশ লাইন্স গেইট এলাকায় রমজান নামের বছর ছয়েকের এক শিশুকে কান্না করতে দেখে এক ভদ্র মহিলা তাকে পল্টন থানার টহল পুলিশের নিকট দেন। টহল পুলিশ তার নাম-ঠিকানা জিজ্ঞাসা করলে নিজের নাম রমজান, বাবার নাম মোঃ মানিক ও মায়ের নাম শরুফা বেগম বলে জানায়। এর বাইরে সে আর কিছু বলতে পারছে না।

এ সংক্রান্তে ডিএমপির পল্টন মডেল থানায় ১৭ জুন ২০২২ একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। যার নম্বর ১১৭০।

ছবিতে প্রদর্শিত শিশুর কোন স্বজনের সন্ধান পেলে বা কোন ঠিকানা জানা থাকলে তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারে (ডিউটি অফিসার-মোবাইল নং-০১৭৪৫-৭৭৪৪৮৭, টিএনটি নাম্বার-০২৪৮১১৮৫৪২) যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। খবর সুত্র : ডিএমপি নিউজhttps://dmpnews.org/রাজারবাগ-থেকে-একটি-শিশু-প/


Published: 2022-06-18 07:20 am   |   View: 1193   |  
Copyright © 2017 , Design & Developed By maa-it.comup-arrow